শুক্রবার ভারত সরকার বলেছে করোনভাইরাসের ফলে অপর্যাপ্ত তথ্য সংগ্রহের কারণে আরো দুই মাসের বেশি লকডাউন থাকায় শিল্প উৎপাদনের নম্বর প্রকাশের বিষয়টি স্থগিত করছে।
আরো পড়ুন। ৩৫০০ কোটি টাকার ঋণ ব্যাংকে ফেরা সম্ভব নয় জানাল পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
পরিসংখ্যান মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ শিল্প ব্যবসা মার্চ থেকে কার্যকর হচ্ছে না। এর আগে সরকার এপ্রিলের জন্য শিল্প উৎপাদন সংখ্যার প্রকাশের পাশাপাশি এপ্রিল ও মে -এর জন্য খুচরা মূল্যস্ফীতির তথ্য স্থগিত করেছিল।
আরো পড়ুন। রাস্তা তৈরির জেরে বাড়তে পারে কার্বন ডাই অক্সাইড
সরকার বলেছে, “২০২০ সালের মে মাসের কোভিড মহামারীর মাসের সাথে আইআইপি (IIP) তুলনা করা উপযুক্ত হবে না।”