‘কাজ বন্ধ করলেই হয়তো কাজটা আর থাকবে না, মায়ের মৃত্যুশয্যার পাশে বসেই আমি ডায়লগ মুখস্থ করেছি’, বললেন ‘কড়ি খেলা’র শ্রীপর্ণা

শ্রীপর্ণা

গ্ল্যামার দুনিয়ায় এক জনপ্রিয় টেলি অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায়। ছোটপর্দার দর্শকের কাছে কখনো সে হয়ে উঠেছিল টুসু আবার কখনো ‘কড়ি খেলা’র পারমিতা। তবে সবেতেই নিজের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে রেখেছে সে।

অনস্ক্রিন হোক অথবা অফস্ক্রিন সবসময় তাঁর হাসিখুশি মুখ সর্বদা মন জয় করে নেয় মানুষের। তবে বাইরে থেকে হাসিখুশি থাকলেই এই মেয়েটির মনে লুকিয়ে রয়েছে অনেক কষ্ট। সম্প্রতি ‘জোশ Talks’
সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে।

শ্রীপর্ণা বলেন, অভিনেত্রী হওয়ার জন্য ছোটবেলা থেকেই একটা পাগলামি কাজ করত আমার মধ্যে। বাবা-মা সাপোর্ট করত এই জিনিসটাকে। অভিনয়ের জন্য এতটাই পাগল ছিলাম যে একবার একটি দৃশ্যে একটি বিপজ্জনক স্টান্ট করার কথা বলেন পরিচালক। আমি সেই স্টান্ট করে ফেলি নির্ভয়ে। সবাই অবাক হয়ে গিয়েছিলেন আমাকে দেখে।”

অভিনেত্রী আরও জানান, “যখন আমার মা হাসপাতালের বিছানায় মৃত্যুশয্যায় শায়িত, তখন মায়ের বেডের পাশে বসে বসে ডায়লগ মুখস্ত করতে হয়েছিল আমাকে। পরদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবকিছু ভুলে সেই ডায়লগ বলে অভিনয় করতে হয়েছিল আমাকে। “মায়ের মৃত্যুর পরদিনও আমি অভিনয় করে গেছি। সেই সময় নির্মাতারা বলতেন কাজ বন্ধ করলেই হয়তো কাজটা আর থাকবে না। কিছুদিন পর অবশ্য সেটাই হল। ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ার কারণ দেখিয়ে বন্ধ করা হয় শ্যুটিং। এই সময় আমার প্রেমের সম্পর্কেও ভাঙন ধরে”।

Source: hoophaap . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here