অনলাইনে পাসপোর্ট চেক এবং আবেদন করবেন যেভাবে

বিদেশে যাওয়ার জন্য আমাদের পাসপোর্টের প্রয়োজন পড়ে। বিদেশে ভ্রমণ হোক অথবা কাজের সূত্রে পাসপোর্ট এখন শুধু প্রয়োজনীয় ডকুমেন্টস নয় বরং আইনি বাধ্যতামূলক। তবে এখন পাসপোর্ট বানানোর কাজ অনেক সহজতর হয়ে উঠেছে। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে পাসপোর্ট বানানো যাচ্ছে।  আমরা খুব সহজে যেকোনো কাজ অনলাইনের মাধ্যমে সেরে ফেলতে পারি তা প্যান কার্ড হোক বা ব্যাংকের বইয়ের জন্য আবেদন। শুধু পাসপোর্ট জন্য আবেদনই নয় অনলাইনে পাসপোর্ট চেক করা যাচ্ছে বর্তমানে।

পাসপোর্ট

Source

আপনি ঘরে বসেই বা কোন অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্ট জন্য আবেদন এবং পাসপোর্ট চেক করে নিতে পারবেন খুব সহজেই তার জন্য আপনাকে কি কি করতে হবে তার বিস্তারিত তথ্য আমরা জানাব আজকের এই নিবন্ধে। তাহলে আসুন আমরা আজ জেনে নিই অনলাইনে পাসপোর্ট চেক এবং আবেদন করবেন পদ্ধতি।

অনলাইন পাসপোর্ট

অনলাইন পাসপোর্ট (Online passport) 

এমন অনেক দেশ রয়েছে যেখানে পাসপোর্ট ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। পাসপোর্ট ছাড়া অন্য কোনও দেশে আসা সম্ভব নয়। তাই বিদেশ ভ্রমণের জন্য আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে আর যেটা সহজেই বাড়ি বসে অনলাইনের মাধ্যমে বানিয়ে নেওয়া যায়।

আরও পড়ুন ।  বিভিন্ন ধরণের ফটো এডিটর অ্যাপের বিস্তারিত তথ্য

Online passport facility

Source

অনলাইনে পাসপোর্টের সুবিধা (Online passport facility)

অফলাইনের পরিবর্তে অনলাইনে পাসপোর্ট করার কিছু সুবিধা রয়েছে। যেমন-

  • অনলাইনে বাড়ি বসেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন
  • সময় সাশ্রয়।
  • আবেদনকারী আঞ্চলিক ডাক অফিসে সংশ্লিষ্ট অফিসারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেওয়ার সঠিক তারিখ এবং সময় পাওয়ার সুবিধা পাবেন।
  • পাসপোর্টের আবেদন জমা দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়াতে হবে না।

আরও পড়ুন । জেনে রাখুন জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি

অনলাইনে পাসপোর্টের জন্য ডকুমেন্টস

Source

অনলাইনে পাসপোর্টের জন্য ডকুমেন্টস (Documents for passports online) 

অনলাইনে পাসপোর্ট করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হয়। যেমন –

আরও পড়ুন । ৩০ টি সাধারন জ্ঞান প্রশ্ন এবং উত্তর

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন 

Source

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন (Apply for a passport online) 

আগে মানুষের পাসপোর্ট বানানোর জন্য আবেদন করার কথা ভাবলেই তাদের মাথাব্যাথা শুরু হয়ে যেতে কারণ তাদের মনে হতো পাসপোর্ট তৈরি করা মানেই অনেক ঝামেলা। তবে এখন আর চিন্তার কারণ নেই। বাড়িতে বসেই আপনি করতে পারবেন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন। তার জন্য আপনাকে যা করতে হবে তা নীচে দেওয়া হল –

          1. প্রথমে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে যান। Click here for Website: Passport seva
          2. ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি নীচে Register (New User) অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
          3. New User অপশনটি ক্লিক করলে সেখানে আপনি রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন। এই পেজে নাম, আপনার এলাকার পাসপোর্ট অফিসের ঠিকানা দিয়ে একটি লগ ইন আইডি, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।
          4. রেজিস্টার অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনি এখন আপনার একটি নতুন একাউন্ট তৈরি করে ফেলেছেন। এবার পাসপোর্ট সেবা ওয়েবসাইটে পুনরায় ফিরে আসুন।
          5. সবুজ রঙের অপশনটি ক্লিক করুন।
          6. নিজের ইমেল আইডি দিন এবং Continue অপশনে ক্লিক করুন।
          7. আবার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় তথ্য টাইপ করে লগ ইন অপশনটি ক্লিক করুন।
          8. এবার আপনি Fresh Passport/Reissue of Passport একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
          9. আপনি দুইভাবে আবেদন করতে পারবেন। এক আপনি ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করার পর আবার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন অথবা অনলাইনেই ফর্ম ফিলাপ করে জমা দিতে পারবেন।
          10. আপনি যদি অনলাইনে ফর্ম ফিলাপ করতে চান তাহলে ই- ফর্ম অপশনে পেজে আপনার সমস্ত নথি দিয়ে ফিলাপ করুন। তবে নিশ্চিত থাকবেন যে আপনি যেসমস্ত নথি পূরণ করছেন তা অবশ্যই আপনার ডকুমেন্টস এর সাথে মিল থাকে।
          11. ফর্ম ফিলাপ করার পর Submit Application অপশনটি ক্লিক করুন।
          12. ফর্ম ফিলাপ হয়ে গেলে আরও একবার ওয়েবপেজে ফিরে আসুন। যেখানে ৮/৯ ধাপ দেওয়া রয়েছে।
          13. View Saved/Submitted Applications ক্লিক করুন।
          14. এখানে আপনি কিছুক্ষণ আগে জমা দেওয়া আবেদনটি দেখতে পাবেন। এবার radio button ক্লিক করুন পরের অপশনে যাওয়ার জন্য।
          15. এবার Pay and Schedule Appointment অপশনে ক্লিক করুন।
          16. অনলাইন পেমেন্ট সিলেক্ট করুন এবং Next অপশনে ক্লিক করুন।
          17. এখন আপনার শহরে উপস্থিত পাসপোর্ট সার্ভিস সেন্টারের তালিকা স্কিনে আসবে। এটি অ্যাপয়েন্টমেন্ট জন্য নিকটতম তারিখ এবং সময় উল্লেখ করা থাকবে।
          18. PSK Location পাশে একটি drop down menu মেনু আসবে , আপনার সুবিধা মতো একটি অপশন ক্লিক করুন।
          19. এবার একটি ছবিতে কয়েকটি অক্ষর দেখা সেগুলো আপনাকে টাইপ করতে হবে। তারপর Next অপশন ক্লিক করুন।
          20. Pay and Book Appointment অপশনটি ক্লিক করুন।
          21. এটি আপনাকে Payment Gateway পেজে নিয়ে যাবে। সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে। আপনার পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেলে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে পুনরায় ফিরে আসুন।
          22. এবার আপনি একটি পেজ দেখতে পারবেন যেখানে Appointment Confirmation লেখা থাকবে। এই পেজে Passport Seva Kendra (PSK) Appointment পুরো তথ্য দেখতে পাবেন।
          23. Print Application Receipt ক্লিক করুন সেখানে আপনি পরের পেজে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন এবং Print Application Receipt পেজটি আপনাকে প্রিন্ট আউট বের করে রাখতে হবে। এই প্রিন্ট আপনার পাসপোর্ট সেবা অফিসে দরকার হবে পাসপোর্ট পাওয়ার জন্য।

এবার আপনাকে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট অফিসে যেতে হবে সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে। আপনার সমস্ত ডকুমেন্টস যাচাই হয়ে গেলে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন।

পাসপোর্ট ফর্মের সম্বন্ধিত আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন Click here

আরও পড়ুন । Sishu Aloy Prakalpa ।শিশু আলয় প্রকল্প কি?

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন কিভাবে তা তো জেনে গেলেন এবার জেনে রাখুন অনলাইনে পাসপোর্ট চেক করতে হয় কিভাবে?

অনলাইনে পাসপোর্ট চেক 

অনলাইনে পাসপোর্ট চেক (Online Passport check) 

আপনার নতুন পাসপোর্ট রেডি হয়েছে কিনা তা আপনি বাড়ি বসেই জেনে নিতে পারবেন। আজকাল অনলাইনে পাসপোর্ট চেক করা যায়। যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করছেন তারা নীচের এই লিংকে গিয়ে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা।

          • অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে। Click here 
          • অপশনে ক্লিক করার পর আপনি একটা মেনু দেখতে পেয়ে যাবেন।
          • পাসপোর্ট অফিস স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ লিখে Submit অপশনে ক্লিক করুন। তাহলেই আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।

আরও পড়ুন । Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প প্রকল্প জন্য আবেদন

তাহলে পাসপোর্টের জন্য আবেদন এবং অনলাইনে পাসপোর্ট চেক করার পদ্ধতি জেনে গেলেন। এবার নতুন পাসপোর্ট করতে চাইলে সহজেই বাড়িতে বসে করে নিতে পারবেন।

Key Point: অনলাইনে পাসপোর্টের আবেদন করার জন্য নথিপত্র সঠিক থাকা জরুরী।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

Q. পাসপোর্ট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? 

A. পাসপোর্ট করার জন্য জন্মের প্রমান, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড লাগবে।

Q. অনলাইনে আবেদন করলে পাসপোর্ট কোথায় পাওয়া যাবে?

A. আপনি যদি অনলাইনে পাসপোর্ট করেন তাহলে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকার পাসপোর্ট অফিসে গিয়ে যাচাই করে পাসপোর্ট আনতে হবে।

Q. অনলাইন পাসপোর্ট চেক করার জন্য কোন লিংকে যেতে হবে?

A. অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে http://www.immi.gov.bd/passport_verify.php এই লিংকে যেতে হবে।

2 Comments

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here