পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রতি বছর ৫ জুন পরিবেশ দিবস পালিত হয় গোটা বিশ্ব জুড়ে। পরিবেশ দিবস পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সেগুলি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নিতে জনগণকে উদ্বুদ্ধ করা।
পরিবেশ সুরক্ষা একটি সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ। পরিবেশের কারণেই সমস্ত মানুষের জীবন বিদ্যমান। তাই পরিবেশকে নিরাপদে রাখা আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিৎ।
প্রতিনিয়ত উন্নয়নের দিকে অগ্রসর হওয়া এই পৃথিবীতে খুব মানুষই আছে যারা সত্যিকারের পরিবেশ সুরক্ষা নিয়ে চিন্তিত। এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত প্রকৃতির ক্ষতি করে চলেছে এবং অন্যদিকে নিজেদের জন্য ততই বিপদ ডেকে আনছে। আর এই কারণেই আজ ধ্বংস হচ্ছে প্রকৃতি ও তার সৌন্দর্য।
Read more: 50 টি সেরা পরিবেশ নিয়ে উক্তি । Environment Quotes। 2024
তাই আজকের যুগে, মানুষকে পরিবেশ ও আমাদের দ্বারা পরিবেশের ক্ষতি সম্পর্কে সচেতন করতে প্রতি বছর পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
-
Table of Contents
পরিবেশ দিবস এর ইতিহাস:
পরিবেশ সুরক্ষা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুরু হয়েছিল পরিবেশ দিবস। জাতিসংঘ কর্তৃক পরিবেশ দূষণ সংক্রান্ত প্রথম বড় সম্মেলনটি ১৯৭২ সালে অনুষ্ঠিত হয়েছিল। আর এই সম্মেলনে অংশ নেয় ১১৯ টি দেশ। এরপর ১৯৭৪ সালে ৫ জুন প্রথম পরিবেশ দিবস উদযাপন শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।
রাষ্ট্রপুঞ্জ বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নিলেও পরিবেশ দিবস প্রথম পালিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। ‘একমাত্র পৃথিবী’ (Only One Earth) এই থিম নিয়ে প্রথম বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছিল।
Read more: রইল ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় শিক্ষক দিবসের রচনা
-
পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য:
পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া যেকোন জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, এ কথা আমরা সবাই জানি। কিন্তু ক্রমবর্ধমান দূষণ, গাছ কাটা ও বন ধ্বংসের কারণে প্রকৃতির অবস্থা দিনের পর দিন শোচনীয় হয়ে উঠছে। আর প্রকৃতিকে সেই অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে পরিবেশ দিবস উদযাপন শুরু হয়, যাতে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে।
স্বচ্ছ পরিবেশ একটি শান্তিপূর্ণ এবং সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই পরিবেশ রক্ষায় মানুষকে যদি সচেতন করা না হয়, তাহলে ভবিষ্যতে এর জন্য মারাত্মক পরিণতি হতে পারে। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যক্তিগত কর্মের মাধ্যমেই আমরা ভবিষ্যতে আসা যেকোন ধরনের সমস্যার মোকাবেলা করতে পারি।
Read more: ভারতের স্বাধীনতা দিবস এর কাহিনী
-
পরিবেশ দিবসের কর্মসূচি:
বর্তমানে পরিবেশ দূষণ সেইসাথে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে মানবজাতির সামনে যে মহা সংকট আসতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে একটু চেষ্টা করলেই আসন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের যা করণীয়-
- গাছ প্রকৃতিতে অক্সিজেন যোগানো ছাড়াও নানাভাবে পরিবেশ সুরক্ষায় সহায়ক। তাই পরিবেশ বাঁচাতে সবার প্রথমে আমাদের গাছ লাগাতে হবে। কারণ গাছ বাঁচলে জীবনও বাঁচবে।
- পরিবেশে প্লাস্টিকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। তাই প্লাস্টিকের ব্যবহার আমাদের সবাইকে বর্জন করতে হবে।
- বর্তমানে রাস্তায় চলা গাড়ির ধোঁয়ায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পরেছে। তাই যতটা সম্ভব গণপরিবহণ ব্যবহার করা পরিবেশ বাঁচাতে সহায়ক হতে পারে।
- ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। তাই জল অপচয় যাতে না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে।
Read more: আন্তর্জাতিক নারী দিবস কেন পালন করা হয়
-
পরিবেশ দিবস উদযাপন:
প্রকৃতি তার সকল সম্পদকে অপরূপ সৌন্দর্য দান করেছে, অন্যদিকে মানুষ তাদের কর্মের দ্বারা সেই সৌন্দর্যকে ক্রমাগত নষ্ট করে চলেছে। তাই জনসাধারণকে সচেতন করতেই সমাজ তথা শিক্ষা ব্যবস্থায় পরিবেশ রক্ষার ভাবনা তুলে ধরতে প্রতি বছর পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
বিভিন্ন বিদ্যালয়, ক্লাবে, সরকারি প্রতিষ্ঠানে আড়ম্বর সহকারে পালিত হয় এই দিন। বৃক্ষ রোপন করার মধ্য দিয়ে মানুষের কাছে পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয় এই দিনে। শুধু তাই নয়, পরিবেশ দিবসের অনুষ্ঠানে গাছের গুনাগুণ সহ বৃক্ষ রোপনের মাধ্যমে আমরা কিভাবে পরিবেশ রক্ষা করতে পারি তা নিয়ে অনেকেই অনেক বক্তৃতা দিয়ে থাকেন সেই সাথে বিভিন্ন পোস্টার ও গাছের ছবি দিয়ে সাজানো হয়ে থাকে। এমনকি পরিবেশ দিবসের স্লোগান হিসাবে প্রায়ই শোনা যায় পরিবেশকে বাঁচিয়ে রাখুন, নিজে ভালো থাকুন এবং আগামী প্রজন্মকে ভালো থাকার সুযোগ করে দিন।
Read more: ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের রচনা
-
পরিবেশ দিবসের সেরা স্লোগান:
- আসুন এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলি, সবাই মিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি।
- গাছ লাগান, প্রাণ বাঁচান।
- পরিবেশ পরিস্কার করতে হবে, প্লাস্টিক বন্ধ করতে হবে।
- পরিবেশের যত্ন নিলেই আমাদের দেশ মহান হবে।
- যখন আমাদের পরিবেশ নিরাপদ হবে তখনই আমাদের জীবন নিরাপদ হবে।
- সবুজ হও, পরিষ্কার শ্বাস নাও। পরিবেশ দূষণ বন্ধ কর। পৃথিবী বাচাও।
উপসংহার:
সংক্ষেপে বলা যায়, বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি আমাদের পরিবেশ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে এবং সেগুলো মোকাবেলায় আমরা কী করতে পারি সে সম্পর্কে মানুষকে সচেতন করতে সাহায্য করে। একমাত্র সচেতনতাই পারে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। তাই সময় থাকতেই যদি পৃথিবীর প্রতিটি মানুষ নিজের দায়িত্ব পালন করেন তাহলে এই সুন্দর ধরণী থাকবে সুজলা- সুফলা শস্য শ্যামলা।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তর (FAQ):
Q. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
A. ভারতসহ সারা বিশ্বে প্রতিবছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
Q. কোন দেশে প্রথম পরিবেশ দিবস পালিত হয়?
A. পরিবেশ দিবস প্রথম পালিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে।
Q. পরিবেশের উপর একটি স্লোগান কি?
A. সবুজ হও, পরিষ্কার শ্বাস নাও। পরিবেশ দূষণ বন্ধ কর। পৃথিবী বাচাও।
Q. পরিবেশ দিবস প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়?
A. ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
Q. জাতিসংঘের অধীনে পরিবেশ দূষণ বিষয়ক প্রথম বড় সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়?
A. জাতিসংঘ কর্তৃক পরিবেশ দূষণ সংক্রান্ত প্রথম বড় সম্মেলনটি ১৯৭২ সালে অনুষ্ঠিত হয়েছিল।
Q. বিশ্ব পরিবেশ দিবস প্রথম কোন শ্লোগানে পালিত হয়?
A. পরিবেশ দিবস ১৯৭৪ সালে প্রথমবারের মতো “একমাত্র পৃথিবী” (Only One Earth) স্লোগান নিয়ে পালিত হয়েছিল।