প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি একজন বড় মাপের নৃত্যশিল্পী। এই কথাটি সকলেই জানেন। তার নিজস্ব একটি নাচের স্কুল রয়েছে। ডোনা গাঙ্গুলির কাছে সন্তানকে নাচ শেখানোর স্বপ্ন থাকে অধিকাংশ বাবা-মায়েদের।
তবে জানেন কি ডোনার নাচের স্কুলের মাইনে কত? এই তথ্যটি অনেকেরই অজানা। অনেকেই জানতে চান সেই বিষয়ে। অনেকেই হয়তো ভেবে থাকেন সৌরভের স্ত্রীর নাচের স্কুলের খরচ অনেক। মোটেই তেমনটা নয়।
ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে মাইনে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। অফলাইন ক্লাসে যদি ভর্তি হতে চান তাহলে দিতে হবে মাত্র ১০০০ টাকা দিতে আর মাসিক বেতন দিতে হয় মাত্র ৬০০ টাকা। এর আগে মাইনে ৬০০ টাকারও কম ছিল তবে সেটা বাড়ানো হয়।
সুত্রঃ bengali . news18 . com