আচমকাই সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে’র বিয়ের ছবি দেখে অবাক নেটিজেন। আসলে এই ছবি নেহাত সিরিয়ালের দৃশ্যের খাতিরে। বাস্তবে বিয়ে হয়নি তাদের, রিল ছবি শেয়ার করে সুস্মিতা লিখলেন, ‘কথা ও এভির শুভ পরিণয়ে আপনাদের আমন্ত্রণ।’
আসলে কথা ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করছে এভি। কথা সেই খবর ছুটে আসে। কনের ঘোমটা তুলতেই অবাক হয়ে যায় সে। আসলে পুরোটাই সাজানো।
ফের কথা’র সাথেই বিয়ে হবে এভির। সে যাই হোক না কেন তাদের বিয়ের ছবি দেখে মুগ্ধ ভক্তরা। আসলে সাহেব র সুস্মিতার ভক্তরা সবসময় চান রিয়েল লাইফে যেন তাদের বিয়ে হয়।
View this post on Instagram