দেখতে দেখতে একটা বছর পার! কেক কেটে আদুরে ছবি পোস্ট করলেন অর্পিতা

অর্পিতা-স্বর্ণদীপ্ত

জি-বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিক থেকেই প্রেম আর সেখান থেকেই বিয়ে। দেখতে দেখতে বিয়ের প্রথম বর্ষপূর্তি পালন করে ফেললেন অর্পিতা-স্বর্ণদীপ্ত জুটি। লাল- হলুদ গোলাপ সামনে হাতে হাত, চোখে চোখ রেখে নিজেদের কোয়ালিটি টাইম কাটালেন অর্পিতা ও স্বর্ণদীপ্ত।

সম্প্রতি বিয়ের প্রথম বর্ষপূর্তি পালনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী অর্পিতা মণ্ডল। আর সেখানে দেখা যাচ্ছে, একবছর আগে ঠিক বিয়ের দিনের মতই আবারও কেক কেটে, মালাবদল করে সেলিব্রেশন করছেন এই জুটি। সঙ্গে ছিল তাদের পরিবারের সকলেই।

অ্যানিভারসারির একগুচ্ছ ছবি পোস্ট করার পাশাপাশি বরের জন্য ছিল একটি আদুরে ক্যাপশনও লেখেন অর্পিতা। ‘এক বছর হয়ে গেলো মাম্মা আমায় তুমি সহ্য করে নিলে। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা, আমার প্রিয় বন্ধু, আমার স্বামী, আমার সবকিছু… কখনও কখনও সত্যিই মনে হয় জীবনে একটু হলেও ভালো কাজ বা পুণ্য করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে তোমার মতো মানুষকে পেয়েছি, এত সুন্দর একটা পরিবার আমায় উপহার দিয়েছে..।’

অর্পিতা-স্বর্ণদীপ্ত

অর্পিতা আরও লেখেন, ‘ঠিক আগের বছর আজকের এই দিনটায় তুমি আমায় সারাজীবনের জন্য তোমার করে নিয়েছ। খুব ভালোবাসি।’সবশেষে সকলের কাছ থেকে আশীর্বাদও চেয়ে নেন অভিনেত্রী। স্ত্রীয়ের পোস্টে স্বর্ণদীপ্ত লেখেন, ‘চোখের নিমেষেই একটা বছর কেটে গেলো মাম্মা।’