‘আলোর কোলে’ ধারাবাহিকের পর ফের নতুন প্রোজেক্টে অভিনেত্রী সোমু সরকার

অভিনেত্রী সোমু সরকার

‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সোমু সরকার। অল্প বয়সে অভিনেতা কৌশিক সেনের সঙ্গে পর্দা শেয়ার করেছেন এই অভিনেত্রী। কৌশিক সেনের বিপরীতে নোলকের অভিনয় দেখে কেউ কল্পনা করতে পারেনি নায়িকা হিসাবে তার প্রথম ধারাবাহিক।

‘গোধূলি’ আলাপ’ ধারাবাহিক সাফল্য পাওয়ার পর সোমু-কে দেখা গিয়েছিল জি-বাংলার আলোর কোলে ধারাবাহিকে। তবে সেই ধারাবাহিক সেইভাবে সাড়া ফেলেনি পর্দায়। তাই অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়।

এবার আরও এক নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন সোমু। তবে এটি কোনও সিরিয়াল নয়, বরং একটি মিউজিক্যাল স্টোরিতে কাজ করতে চলেছেন সোমু। যা মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে। নিজেইসসাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।