
অভিনেতা সৌরভ সাহা, যাকে ছোটপর্দার দর্শক রামকৃষ্ণ হিসাবেই চেনেন। করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করে সকলকের দৃষ্টি আকর্ষন করেছিলেন।
তাকে যেন সাক্ষাৎকার রামকৃষ্ণ দেবের মতোই লেগেছিল। তাই তো আবার নিজের চরিত্রের হাত ধরেই ফিরছেন অভিনেতা।
এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ধারাবাহিক। ‘হইচই’-এর নতুন পরিকল্পনা ‘টিভি প্লাস’। প্রতি সপ্তাহে মাত্র একটি নির্দিষ্ট দিনে এক একটি পর্ব মুক্তি পাবে।
রামকৃষ্ণ পরমহংসের জীবনীভিত্তিক টেলি সিরিজ ‘শ্রী রামকৃষ্ণ’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর মুখ্য চরিত্রে কে রয়েছেন সামনে এলো মুখ।
এই সাপ্তাহিক টেলি সিরিজে ‘রামকৃষ্ণ’ হয়ে ফিরছেন সৌরভ সাহা। যা দেখে সকলেই অবাক হয়েছেন।