৩. অবসন্নতাঃ
শরীর অবসন্নতা বা দুর্বল লাগার একটি কারণ হাইপোথাইরয়েডিজম। এতে হরমোন কম নিঃসরণ হয় বলে আমাদের কর্মক্ষমতা শক্তি কমে যায়। পেশি দুর্বল হয়ে পড়ে এবং অবসন্ন করে তোলে। সারা রাত ঘুমানোর পরও যদি পরের দিন সকালে অবসন্নতা অনুভব হয় তাহলে ভাবতে হবে আপনার থাইরয়েড হরমোন ঠিক মতো কাজ করছে না।