৭ টি ঘরোয়া টোটকায় বদহজমের প্রতিকার

২. আপেল সিডার ভিনিগারঃ

আপেল সিডার ভিনিগারঃ

বদহজমের প্রতিকার চিকিৎসায় অন্যতম কার্যকর একটি উপাদান হল আপেল সিডার ভিনেগার। এতে উপস্থিত ক্ষারীয় উপাদান আপনার বদহজমের নিরাময় করতে সহায়তা করতে পারে।

এক গ্লাস জলে এক চামচ আপেল সিডার ভিনিগার এবং এক চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খাওয়া উচিত। এতে গ্যাসটিকের সমস্যা থেকে রেহাই মিলবে।

1
2
3
4
5
6
7
Previous articleঘরে বসে সহজ পদ্ধতিতে করে নিন ফুট স্পা
Next articleলাভ রিলেশনে মানসিক দূরত্ব কমানোর উপায়
Tisha Sen
হাই, আমি তিশা সেন। একজন ব্লগ লেখিকা এবং স্বাস্থ্য সচেতন মানুষ। আমার প্যাশন মানুষের শরীর- স্বাস্থ্য বিষয়ে সচেতন করা। মানুষের শরীরের রোগ সংক্রান্ত চিকিৎসা এবং স্বাস্থ্য ভালো রাখার টিপস নিয়ে লেখালেখির কাজ করতে ভালোবাসি। আমার লক্ষ্য রোগের এবং স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা। বিভিন্ন ধরণের রোগের চিকিৎসার উপায় জেনে নিজেকে সুস্থ রাখুন এবং নিজের সৌন্দর্যকে বজায় রাখার টিপস জানতে আমাদের এই পেজ অনুসরণ করুন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here