5. বেকিং সোডা (Baking soda)
বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেট নামেও পরিচিত। এটি রান্নায় ব্যবহার করা হয়। তবে জানেন বেকিং সোডা চুলের জন্যও অত্যন্ত কার্যকারী। এটি খুশকি দূর করতে দারুন কাজ করে। মাথার ত্বকে ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে, সুতরাং এটি ফ্লেক্স উৎপাদনে বাধা দেয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি চুলে ব্যবহার করব।
প্রয়োজনীয় উপকরণ:
- ২ টেবিল চামচ বেকিং সোডা
চুলে ব্যবহার করার পদ্ধতি:
- প্রথমে চুল ভিজিয়ে নিন।
- বেকিং সোডা নিয়ে স্ক্যাল্পে ঘষুন বা মাসাজ করে নিন।
- ২ মিনিট রেখে দিন।
- শ্যাম্পু করে নিন।
ব্যবহারের সময়:
আপনি রোজ ব্যবহার করতে পারেন। এক সপ্তাহ পর খুশকি স্ক্যাল্প থেকে দূর হয়ে যাবে।
Key point
বেকিং সোডায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের জ্বালা উপশম করে।