অয়েলি ত্বকের জন্য ৪ টি ঘরোয়া ফেসপ্যাক

অয়েলি আর সেনসিটিভ ত্বক যাদের তাদের স্কিনের সমস্যা সবচেয়ে বেশি। কোনোভাবেই ত্বক মেইনটেইন করা যায় না। অয়েলি ত্বকে কিছু প্রোডাক্ট ব্যবহার করার পরেও সেই স্কিন তেলতেল হয়ে যায়। মেকআপ করলেও পরে ত্বক অয়েলি হয়ে যায়। তাই অয়েলি ত্বকের জন্য দুর্দান্ত কিছু ফেসপ্যাক নিয়ে আপনাদের টিপস দেব যা অয়েলি ত্বক মেইনটেইন করতে আর কোনও সমস্যা হবে না। এবার পুজায় স্কিন ভালো রাখতে নীচে দেওয়া এই ফেসপ্যাকগুলি  একবার ট্রাই করে দেখুন।

অয়েলি ত্বকের জন্য ফেসপ্যাক

অয়েল কন্ট্রোল করতে শসার ফেসপ্যাকঃ

1.অয়েল কন্ট্রোল করতে শসার ফেসপ্যাকঃ

শসা অয়েলি ত্বকের জন্য খুব ভালো। এটি ত্বকে জমে থাকা অতিরিক্ত অয়েল দূর করে ত্বক রিফ্রেশ করে।

শসার ফেসপ্যাক বানানোর টিপসঃ

সমপরিমাণ শসার পেস্ট আর গোলাপ জল নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এই প্যাকটি রোজ স্নানের আগে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা জলে পরিষ্কার করে নিন। ত্বক অয়েল ফ্রি থাকবে।

Key point:

শসার রস চোখের নিচে কালো দাগ দূর করতে ভালো কাজ করে।

 

 

 

Next page

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here