৩০ টি সাধারন জ্ঞান প্রশ্ন এবং উত্তর

সাধারণ জ্ঞান

সাধারন জ্ঞান অথবা GK আমরা শৈশবকাল থেকে শিখে আসছি। স্কুলজীবনের পরীক্ষার হল হোক বা চাকরির পরীক্ষা সব কিছুতেই এর জ্ঞান থাকা প্রয়োজন। শিশু থেকে বড় সবারই কিছু মৌলিক সাধারন জ্ঞানের রপ্ত থাকা দরকার। আমাদের আজকের এই নিবন্ধে আপনাদের সহযোগিতার জন্য আমরা কয়েকটি সাধারণ জ্ঞানের সন্ধান নিয়ে হাজির। যা আমাদের প্রতেকের জেনে রাখা প্রয়োজন। চলুন তাহলে জেনে নিই মৌলিক সাধারন জ্ঞান এর কয়েকটি প্রশ্ন এবং উত্তর।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।Pradhan Mantri Mudra Yojana প্রকল্পে লোন নেওয়ার আবেদন

Basic General Knowledge Questions and Answers In Bengali

Basic General Knowledge Questions and Answers In Bengali

প্রঃ ১:- সম্প্রতি কোন দেশ অক্সিজেন ছাড়াই মাউন্ট এফারেস্ট যাওয়ার জন্য প্রথম স্থানে সম্মান পেয়েছেন?

উঃ- নেপাল।

প্রঃ ২:- আসামে কোন অঞ্চল থেকে বর্ষা আসে?

উঃ- বঙ্গোপসাগর।

প্রঃ ৩:- ২০১৮ সালের ‘World Earth Day’ মূল বিষয় বস্তু কি ছিল?

উঃ- প্লাস্টিক দূষণ রোধ করা।

প্রঃ ৪:- সম্প্রতি কোন ব্যাংক আদিত্য বিড়লা লাইফের সঙ্গে জোট বেঁধেছেন?

উঃ- ইন্ডিয়ান ব্যাংক।

প্রঃ ৫:- সম্প্রতি Discover India প্রকল্প চালু করেছেন?

উঃ- এয়ার ইন্ডিয়া।

প্রঃ ৬:- সম্প্রতি কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা চালু করেছেন?

উঃ- হরিয়ানা।

প্রঃ ৭:- সম্প্রতি কোন ব্যাংক স্বাস্থ্য ক্রেডিট কার্ড চালু করেছে?

উঃ- আরবিএল ব্যাংক।

প্রঃ ৮:- বর্ষায় আরব সাগর এবং বঙ্গোপসাগরের শাখা কোথায় মিলিত হয়?

উঃ- গঙ্গার সমভূমিতে।

প্রঃ ৯:- সম্প্রতি কোন দেশ আর্টিক রেল পরিষেবা চালু করেছে?

উঃ- রাশিয়া।

প্রঃ ১০:- ভারতের দিক থেকে কোন ফুটবলার সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন?

উঃ- সুনীল ছেত্ৰী ।

আরও পড়ুনঃ অনলাইনে পাসপোর্ট চেক এবং আবেদন করবেন যেভাবে

প্রঃ ১১:- কোন সোশ্যাল নেটওয়ার্ক সংস্থা ভারতে ইন্টারেক্টিভ গেম শো “কনফেটি” চালু করেছিল?

উঃ- ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক সাইট।

প্রঃ ১২:- সম্প্রতি দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে হয়েছিলেন?

উঃ- বিচারপতি ধীরুভাই নারানভাই প্যাটেল।

প্রঃ ১৩:- ভারত সম্প্রতি কোন দেশের সাথে ডেটা চুক্তি স্বাক্ষর করেছে?

উঃ- মার্শাল দ্বীপ।

প্রঃ ১৪:- সম্প্রতি কোন ভারতীয় “নিশান ইজউদ্দিন” পুরষ্কার পেয়েছিলেন?

উঃ- নরেন্দ্র মোদী।

প্রঃ ১৫:- গান্ধী সাইকেল র‌্যালি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

উঃ- সৌদি আরব।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা । Pradhan mantri Ujjwala Yojana বিস্তারিত তথ্য

প্রঃ ১৬:- বিশ্ব মহাসাগর দিবস কখন পালিত হয়?

উঃ- ৮ ই জুন।

প্রঃ ১৭:- ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরষ্কারের নাম কী?

উঃ- পরম বীর চক্র।

প্রঃ ১৮:- প্রথম এশিয়ান খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ- নয়াদিল্লিতে।

প্রঃ ১৯:- বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্র কোন দেশের?

উঃ- জাপানের।

প্রঃ ২০:- ২০১৮ সালের ভারতের ধনীতম রাজ্য কোনগুলি?

উঃ- প্রথম স্থানে, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ সুরক্ষা বীমা যোজনা।Suraksha Bima Yojana আবেদন এবং সম্পর্কিত তথ্য

প্রঃ ২১:- প্রথম বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়?

উঃ- ৭ ই জুন।

প্রঃ ২২:- মহিলাদের সুরক্ষার জন্য কোন রাজ্য গোলাপী সারথী যানবাহন চালু করেছে?

উঃ- কর্ণাটক।

প্রঃ ২৩:- ফ্রেঞ্চ ওপেনের ২০১৯ সালের প্রতিযোগিতায় পুরুষদের একক শিরোপা কে জিতেছে?

উঃ- রাফায়েল নাদাল।

প্রঃ ২৪:- কোন ভারতীয়কে আমেরিকান দার্শনিক সোসাইটির সদস্য হিসাবে নির্বাচন করা হয়েছিল?

উঃ- রোমিলা থাপার।

প্রঃ ২৫:- সম্প্রতি কোন রাজ্য সরকার মেয়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়িয়েছে?

উঃ- রাজস্থান সরকার।

আরও পড়ুনঃ বিভিন্ন ধরণের ফটো এডিটর অ্যাপের বিস্তারিত তথ্য

প্রঃ ২৬:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কমিশনের পুনর্গঠনের অনুমোদন দিয়েছেন?

উঃ- নীতি কমিশন।

প্রঃ ২৭:- ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

উঃ- হিরাকুদ বাঁধ।

প্রঃ ২৮:- মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?

উঃ- বাচেন্দ্রী পাল।

প্রঃ ২৯:- ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি?

উঃ- সিকিম।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী জন ধন যোজনা।Pradhan Mantri Jan Dhan Yojana সম্পর্কিত বিস্তারিত তথ্য

প্রঃ ৩০:- ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

উঃ- রাজস্থান।

প্রঃ ৩১:- আইপিএস (ভারতীয় পুলিশ সার্ভিসে) যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?

উঃ- কিরণ বেদি।

প্রঃ ৩২:- সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক মাইক্রো ফিনান্স ব্যাঙ্কে রূপান্তরিত হবে?

উঃ- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক।

প্রঃ ৩৩:- সম্প্রতি ভারত গৌরব পুরষ্কারে কে সম্মানিত হবেন?

উঃ- কপিল দেব।

প্রঃ ৩৪:- সম্প্রতি এক দশকে ২০০০০ রান সংগ্রহকারী প্রথম ক্রিকেটার কে?

উঃ- বিরাট কোহলি।

প্রঃ ৩৫:- সম্প্রতি কোন আইআইটি গবেষকরা একটি নতুন রক্ত ​​পরীক্ষার যন্ত্র তৈরি করেছেন?

উঃ- আইআইটি খড়গপুর।

প্রঃ ৩৬:- কে সম্প্রতি জল চালিত মহাকাশযানে প্রদর্শন করেছেন?

উঃ- নাসা।

প্রঃ ৩৭:- ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে?

উঃ- মিতালি রাজ।

প্রঃ ৩৮:- ভারতের বন সমীক্ষা বিভাগ কখন প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯৮১ সালে।

প্রঃ ৩৯:- সম্প্রতি কে রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন?

উঃ- বজরঙ্গ পুনিয়া।

প্রঃ ৪০:- কোন রাজ্য সম্প্রতি প্রথম CNG জ্বালানী স্টেশন উদ্বোধন করেছে?

উঃ- আসাম।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here