নারীদের অধিকার, সম্মান ও শ্রদ্ধার কথা মাথায় রেখেই প্রতিবছর ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে সারা বিশ্ব জুড়ে। সংসার থেকে কর্মক্ষেত্র সবক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছেন আজকের নারীরা। বর্তমানে নারীরা শুধু ঘরেরই নয় দেশের অহংকার হয়ে উঠছে এবং প্রায় সব ক্ষেত্রেই নারীর অর্জন বাড়ছে।
নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর নারী দিবস পালিত হয়ে থাকে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় কীভাবে নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অমলিন চিহ্ন রেখে গেছেন। সভ্যতার অগ্রগতিতে পুরুষের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনই নারীরাও কোন অংশে কম নয়।
Read more: 65 টি নারী নিয়ে উক্তি । Women Quotes
নারী ছাড়া এই সমাজ তথা সভ্যতার উন্নতির কথা চিন্তাও করা যায় না। তবুও দিনের পর দিন এই পুরুষ শাসিত সমাজে নারীরা বঞ্চিত, অবহেলিত।
নারী দিবস এর ইতিহাসঃ
এই দিনটি পালনের উদ্দেশ্যে রয়েছে অসংখ্য নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৯০৮ সালে কর্ম সময় কমিয়ে আনা, বেতন বৃদ্ধি, বৈষম্যের দাবিতে সুতাকারখানার একাধিক নারী আমেরিকার নিউইয়র্ক শহরের রাস্তায় আন্দোলনে নেমেছিল। এর এক বছর পর আমেরিকাতে এই দিনটিকে জাতীয় মহিলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল।
Read more: প্রিয় বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা । বেস্ট 50 শুভেচ্ছা, ফানি SMS
জাতীয় পর্যায় থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসে পরিণত করার প্রথম উদ্যোগ নিয়েছিলেন জার্মান কমিউনিস্ট ও নারী অধিকার কর্মী ক্লারা জেটকিন। ১৯১০ সালের আগস্টে কোপেনহেগেনে কর্মজীবী নারীদের এক আন্তর্জাতিক সন্মেলনে প্রথম এই ধারণার প্রস্তাব দেন তিনি। আর সেই সন্মেলনে উপস্থিত সকল নারী জাতি সাদরে গ্রহণ করেন তার এই প্রস্তাব। এরপর থেকেই প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
নারী দিবস কেন পালন করা হয়?
যে নারী ঘরকে পরিবার করে তোলে সে প্রতিটি ঘরের ভিত্তি। কখনো মা, কখনোও বোন আবার কখনো বা স্ত্রী হিসাবে সবক্ষেত্রেই তাদের ধর্ম পালন করে আসছে। নিজের সুখ বিলিয়ে দিতে পিছপা হন না এই নারীরা। কিন্তু তাদেরই বেশি অসম্মান ও লাঞ্চনা সম্মুখীন হতে হয় এই সমাজে। তাই তাদের উদ্দেশে সম্মান ও শ্রদ্ধা এবং সমঅধিকার জানাতেই উদযাপন হয়ে থাকে এই দিনটি।
Read more: ৯০০ টি সেরা শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা
নারী দিবসের গুরুত্বঃ
এই দিবসের মধ্য দিয়ে নারীর সংগ্রাম সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়। এই দিনটি নারীদের প্রতি অন্যায় আচরণ, সমাজে তাদের ভূমিকা এবং তাদের সমান অধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পালিত হয়। পৃথিবী হয়তো আধুনিক হয়ে গেছে কিন্তু অধিকাংশ নারীকে এখনো পুরুষের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। তাই বিশ্বব্যাপী নারী দিবসের এই উদযাপন।
Read more: ৬০ টি ভালোবাসা দিবসের শুভেচ্ছা (Happy Valentine’s Day)
নারী দিবসের শুভেচ্ছা বার্তা (Happy Women’s Day)
প্রত্যেকের জীবনেই কোনও না কোনও নারীর জন্য একটি বিশেষ স্থান থাকে, তা তিনি মা, বোন, স্ত্রী, বান্ধবী বা বন্ধুই হোন না কেন।
এই আন্তর্জাতিক নারী দিবসে আপনিও যদি আপনার মা, বোন, স্ত্রী, বন্ধু বা বান্ধবীর কাছে বিশেষ অনুভূতি প্রকাশ করতে, তাদের অস্তিত্বকে সম্মান জানাতে, আজকের নিবন্ধে রইল নারী দিবসের কিছু শুভেচ্ছা বার্তা।
শুভেচ্ছা ১
নারী শক্তিই একমাত্র শক্তি যা সমগ্র বিশ্বকে বদলে দিতে পারে। শুভ নারী দিবস!
শুভেচ্ছা ২
নারীই পারে একটি ঘরকে পরিবার করে তুলতে, তাই তো নারী প্রতিটি ঘরের ভিত্তি। সকলকে জানাই নারী দিবসের শুভেচ্ছা!
শুভেচ্ছা ৩
যেখানে নারীর সম্মান আছে, সংস্কৃতির উত্থান সেখানেই। শুভ নারী দিবস!
Read more: 30 টি সুপ্রভাত ছবি । কবিতা । এসএমএস
শুভেচ্ছা ৪
কখনও মা, কখনো সে বোন আবার কখনো স্ত্রী, জীবনের প্রতিটি সুখ-দুঃখে তিনি জড়িত। তিনি শক্তি, তিনি অনুপ্রেরণা। সকল নারীদের জানাই শুভ নারী দিবসের শুভেচ্ছা।
শুভেচ্ছা ৫
ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি নারী। নারীর প্রতিটি রুপকে স্যালুট। শুভ নারী দিবস!
Read more: বিবাহ বার্ষিকী ম্যাসেজ | শুভেচ্ছা | এসএমএস
শুভেচ্ছা ৬
সবাই বলে মেয়েদের নাকি নিজস্ব ঘর হয় না, তারা কি জানে না, নারী ছাড়া ঘর হয় না।
শুভেচ্ছা ৭
নারীকে সম্মান করুন, তাকেও তার স্বাধীনতার আকাশে উড়তে দিন। নারী দিবস উপলক্ষ্যে সকল নারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছা ৮
কষ্ট ভুলে হাসিমুখে প্রত্যেকের জীবন আলোকিত করতে পারে যে, সেই একমাত্র নারীশক্তি।
শুভেচ্ছা ৯
নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ, শুধু নারী দিয়েই ঘর সম্পূর্ণ। Happy Women’s Day!
Read more: 50 টি বেস্ট রাখি বন্ধন শুভেচ্ছা ম্যাসেজ । এসএমএস । কোটস 2023
শুভেচ্ছা ১০
কে বলে নারী দুর্বল? নারী হল ঘরের সৌন্দর্য, তাইতো আজও সংসার চালানোর দায়িত্ব নারীর হাতেই। শুভ নারী দিবস!
শুভেচ্ছা ১১
নারী হল পরিবারের স্তম্ভ, তার অনুপ্রেরনা ছাড়া কিছুই সম্ভব নয়, তাই সকল নারী জাতিকে জানাই নারী দিবসের অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছা ১২
মা হোক কিংবা বোন, স্ত্রী, বান্ধবী, দুনিয়ার চলচ্চিত্রে নারী সব চরিত্রেই শ্রেষ্ঠ। শুভ নারী দিবস!
শুভেচ্ছা ১৩
মা যে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পারায়, গল্প দিয়ে তাদের মুখে হাসি ফোটায়, যার হাসিতে সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায়, সেই মা একজন নারী। তাই প্রতিটি মাকে জানাই নারী দিবসের অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছা ১৪
নারী হল পুরুষের শক্তি, প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান ভোলার নয়, Happy Women’s Day!
Read more: প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস
শুভেচ্ছা ১৫
প্রতিটি জীবন শুরু হয় একজন নারী দিয়ে, তিনিই মানবজাতির সৃষ্টিকর্তা, সমগ্র নারীশক্তির উদ্দেশ্যে রইল নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছা ১৬
সমগ্র নারী জাতির সাহসিকতাকে কুর্নিশ, জীবনের পথে নারীর সংগ্রামকে সেলাম। শুভ নারী দিবস!
শুভেচ্ছা ১৭
জীবনের লড়াইয়ে প্রতিটি নারী সর্বজয়া! আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
শুভেচ্ছা ১৮
সমস্ত প্রতিকূলতা পেরিয়েও লক্ষ্যে স্থির থাকতে পারে যে, সমস্ত অন্ধকার দূর করে বিশ্বকে আলোকিত করতে পারে যে, সেই নারী শক্তিকে সন্মান জানাই। শুভ নারী দিবস।
শুভেচ্ছা ১৯
নারী দিবসের শুভেচ্ছা! নারী ছাড়া এই দুনিয়া অসম্পূর্ণ, তাই প্রতিটি ক্ষেত্রেই নারীদের কৃতিত্ব এবং অবদান উদযাপন করা উচিত।
শুভেচ্ছা ২০
শুভ নারী দিবস! আমার কাছে প্রতিটা নারী সুপারওম্যান, তুমি না থাকলে জীবন এত সুন্দর হত না।
শুভেচ্ছা ২১
নারীরা শক্ত হাতে, যত্ন সহকারে যেমন সংসারের হাল ধরেন, ঠিক তেমনই বহির্জগতেও নারী তুমিই অনন্যা। শুভ নারী দিবস।
শুভেচ্ছা ২২
আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারা সকল নারী জাতিকে জানাই নারী দিবসের শুভেচ্ছা।
শুভেচ্ছা ২৩
শুধু একটি মাত্র দিন নয়, প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই উদযাপিত হোক নারী দিবস। শুভেচ্ছা সকল নারীদের।
শুভেচ্ছা ২৪
যত্নশীল প্রকৃতি এবং নিঃস্বার্থ উদারতা সত্যি নারীকে বিশেষ করে তোলে, নারী দিবসে সকল মেয়েদের অনেক শুভকামনা।
শুভেচ্ছা ২৫
নারীর ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা ও উৎসাহ প্রতিটা মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করে, নারী দিবসে সকল নারীশক্তিকে শুভেচ্ছা।
শুভেচ্ছা ২৬
নারী দিবসের শুভেচ্ছা! নারী ছাড়া এই জগৎ অচল, একদিকে মা রুপে নারী যেমন আমাদের যত্ন করেন ঠিক তেমনই দুর্গা রুপে দুষ্টের দমনও করতে পারেন।
শুভেচ্ছা ২৭
আজকের নারীরা বুঝিয়ে দিয়েছে কারো উপর নির্ভর করে বেঁচে থাকার নাম জীবন নয়, বারংবার পড়ে গিয়েও সাহস করে উঠে দাঁড়ানোর নামই জীবন। শুভ নারী দিবস।
শুভেচ্ছা ২৮
নারী ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ, ঘৃণা ভরা এই পৃথিবীতে তুমিই একমাত্র ভালোবাসা। Happy Women’s Day!
শুভেচ্ছা ২৯
নারী দিবসের শুভেচ্ছা সেই সকল মা, বোন এবং বন্ধুদের যারা আমাদের জীবনকে প্রতিদিন এক নতুন আশার আলো দেখায়। আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়।
শুভেচ্ছা ৩০
জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করে নতুন উচ্চতা অর্জন করার লক্ষ্যে এগিয়ে যাওয়া প্রতিটা নারীর ইচ্ছা পূরণ হোক এটাই কামনা, শুভ নারী দিবস।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তর (FAQ):
Q. ভারতে কবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
A. ভারতে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
Q. সর্বপ্রথম কবে নারী দিবস শুরু করা হয়েছিল?
A. ১৯০৯ সালে আমেরিকায় প্রথম নারী দিবস (National Woman’s Day) উদযাপন করা হয়েছিল।
Q. কেন পালিত হয় নারী দিবস?
A. বিশ্বব্যাপী নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়।
Q. কীভাবে পালিত হয় এই দিন?
A. নারী দিবসের দিনটিতে, সমস্ত মেয়েকে বাড়িতে বা অফিসে বিশেষ উপহার দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় গোলাপ, উপহার এবং চকোলেট। অনেক অফিস পার্টিও দিয়ে থাকে। কিছু অফিসে এই দিন হাফ ডে ছুটিও থাকে মহিলা কর্মীদের। এমনকি সরকারি ক্ষেত্রেও নানা কর্মসূচি নেওয়া হয়ে থাকে এই দিনটিতে।