‘বাংলায় প্রতিভা দিয়ে কাজ পাওয়া যায় না’, বললেন মেয়েবেলা’র নির্ঝর ওরফে অর্পণ ঘোষাল

অর্পণ

ছোটপর্দার তিনি জনপ্রিয় একজন অভিনেতা। এই প্লাটফর্মে সকলেই তাকে ডোডো দা হিসাবে চেনেন। মেয়েবেলা ধারাবাহিকের সুবাদেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অর্পণ। তার আর স্বীকৃতির জুটির ক্রেজ রয়েছে বাংলা টেলিভিশনে।

মেয়েবেলা য় তার অভিনয় দেখে দর্শক অকপটে স্বীকার করে নেন ‘আজকাল অর্পণের মতো অভিনেতা এই ইন্ডাস্ট্রিতে খুব কম’।

এই মুহূর্তে ছোটপর্দায় কাজ না করলেও তাকে একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমায় তাকে দেখা যাচ্ছে। একসময় আনন্দ বাজার অনলাইনের এক সাক্ষাৎকারে অভিনেতা থিয়েটার মঞ্চ থেকে সোজা টলিউডের প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, ‘নিজের অভিজ্ঞতা দিয়ে আমি যতটা বুঝেছি বাংলায় অডিশন এর পদ্ধতি বা কাস্টিং খুব একটা খোলামেলা হয় না, তার জন্য যোগাযোগের প্রয়োজন হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাংলায় কাজ এগিয়ে নিয়ে যেতে চাইলে যোগাযোগ থাকা প্রয়োজন। না হলে প্রতিভার উপর এগিয়ে নেওয়া যায় না।’

‘আমি যে’কটি কাজের সুযোগ পেয়েছি এসব থিয়েটার বা অন্য কাজের সূত্র থেকে। যোগাযোগ না থাকলে আমি হয়তো অডিশন দিতেই পারতাম না।’