‘দিদি সোনা কেনার ক্ষমতা একা আপনার নেই, সবসময় খালি দেখনদারি’, ফের সুদীপার বিরুদ্ধে নেটিজেন

সুদীপা

ইদানীং মাঝেমধ্যেই বিতর্কে জড়াচ্ছেন রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। কিছুদিন আগে ফুড ডেলিভারি বয়-দের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন। তারপর থেকে তার ব্যবহারের জন্য তাকে একদমই সহ্য করতে পারছেন না অধিকাংশ লোকজন।

সম্প্রতি আবারও ফের সুদীপার বিরুদ্ধে দাঁড়াল অধিকাংশ নেটিজেন। প্রত্যেকবারের মতো এবারো দুর্গাপুজোর আয়োজন হয়েছিল সুদীপার চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর নবমীর দিন একটি সবুজ তসর বেনারসি পড়ে ছিলেন সঞ্চালিকা।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুদীপা জানান, ‘আমার নবমী লুক অনেকেই পছন্দ করেছে, এবার আমি এই লুক তৈরি করব আপনাদের জন্য। যেটা হতে পারে দিওয়ালি লুক। একটি তসর বেনারসি শাড়ি ও সঙ্গে দুটো নেকলেসের সেট যেটা ব্রোঞ্জ ও তামা দিয়ে তৈরি, সোনার পালিশ (আমারটা যদিও সোনার, মাত্রাতিরিক্ত দামি)। তবে ডিজাইন ও মেকিং একই হবে কারণ দুটোই একই দক্ষিণ ভারতীয় কারিগরকে দিয়ে তৈরি হবে।’

সঞ্চালিকার এই পোস্ট ঘিরেই শুরু বিতর্ক। এক নেটিজেন লিখেছেন, ‘দিদি সোনা কেনার ক্ষমতা একা আপনার নেই, সবসময় খালি দেখনদারির করেন কেন?”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here