‘তুমি শতদ্রুর কাছে ফিরে যাও শিমুল’! আবার কি পাল্টে যাবে পরাগ? গল্পে নতুন মোড়

কার কাছে কই মনের কথা

জি-বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিকের মধ্যে একটি হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটি বর্তমানে জমে উঠেছে। ধারাবাহিকের বর্তমান এপিসোডে দেখানো হয়েছে পলাশের শাস্তি হয়েছে। পলাশ জেলে গেলেও প্রতীক্ষা রেহাই পেয়ে যায়।

এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তীর্থঙ্কর। পুতুলের জীবনে নেমে এসেছে বড় বিপদ। অন্যদিকে সব দূরত্ব ঘুচিয়ে আবার কাছাকাছি আসতে চলেছে পরাগ আর শিমুল।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে  পরাগ শিমুলকে বলে ‘তুমি শতদ্রুর কাছে ফিরে যাও শিমুল।” যা শুনে চমকে ওঠে শিমুল। এরপর পরাগ জানায় ‘আমি জানি তুমি আমাকে নয়, শতদ্রুকেই ভালোবাসো। আর আমি তো তোমায় স্বার্থের জন্য বিয়ে করেছিলাম। আমি এখন সুস্থ হয়ে গেছি, নিজের কাজ নিজেই করতে পারব।” শিমুল পরাগকে জানায়, ‘হ্যাঁ, হয়তো আমি আমি শতদ্রুকে পুরোপুরি ভুলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো এখন আমি শুধু তোমাকে ভালোবাসি। তাই তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আর তুমি যদি জোর করো তাহলে আমি কিন্তু শুধু এই বাড়ি থেকেই নয় তোমার জীবন থেকেও চলে যাবো।” শিমুলের মুখে এইকথা শুনে পরাগ শিমুলকে জড়িয়ে ধরে।