সুখবর! ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরলেন ‘জিষ্ণু’ শমীক চক্রবর্তী

শমীক চক্রবর্তী

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের সুবাদে ছোটপর্দার দর্শকের কাছে পরিচিতি মুখ অভিনেতা শমীক চক্রবর্তী। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে এই অভিনেতা। মেঘ ওরফে তিতিক্ষার বিপরীতে শমীক চক্রবর্তীকে ভালো মানিয়েছিল। এমনকি মেঘ আর জিষ্ণুর জুটি জনপ্রিয়তা পেয়েছিল পর্দায়।

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে জিষ্ণু চরিত্রের এন্ট্রি হওয়ার পর থেকেই দর্শকের খুব প্রিয় হয়ে উঠেছেন জিষ্ণু। এই চরিত্রটি রাতারাতি তার ক্যারিয়ার বদলে দেয়। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর তিনি কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার সিধান্ত নিয়েছিলেন।

শমীক চক্রবর্তী

বিরতির পর আবার ফিরতে চলেছেন ছোটপর্দার জিষ্ণু। এবার তাকে দেখা যাবে সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনার আসন্ন ধারাবাহিক ‘শুভ বিবাহ’তে। নিজেই সেই সুখবর স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা।