কথা’র অভিনয় ছাপিয়ে গেছে! আজকের এপিসোডে কথা ওরফে সুস্মিতার অভিনয়ে চোখে জল দর্শকের

কথা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘কথা’। যার নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। অভিনেত্রী সুস্মিতা দে এর আগে ‘অপরাজিতা অপু’, ‘বৌমা একঘর’, ‘পঞ্চমী’-র মতো একাধিক সিরিয়ালে কাজ করেছেন।

বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী। কথা এবং অগ্নিভ ভাগ্যচক্রে তাদের বিয়ে হয়। দুজনের মধ্যে সম্পর্কের নানা টানা পোড়ন শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি বদলা এবং একে অপরকে ভালোবেসে ফেলে।

বর্তমানে ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডে দেখানো মেজকা প্ল্যান করে কথার মামার এক্সিডেন্ট করায়। কথা তার মামাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ধারাবাহিকের আসন্ন এপিসোডে দেখা যাবে মামার কথা শুনে অগ্নিভ ছুটে আসে এবং কথাকে সামলায়। তার ভাত-কাপড়ের দায়িত্ব নেয় সে।

তবে ধারাবাহিকের এই এপিসোড দর্শকের চোখে জল এনে দিয়েছে। এমনটাই জানিয়েছেন সকলে। বিশেষ করে কথার অভিনয় দেখে কেঁদে ফেলেছেন দর্শকেরা। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেনদের লেখেন, ‘আজ কথা’র অভিনয় সবকিছুকে ছাপিয়ে দিয়েছে। আজকের এপিসোড দেখে চোখে জল চলে এসেছে।’