বিয়ের পরই বড় চমক! আদৃত রায়ের সিনেমা এবার পাঞ্জাবে

অভিনেতা আদৃত রায়ে

মিঠাই খ্যাত অভিনেতা আদৃত রায়ের বিয়ের পরেই এলো সুখবর। এবার আদৃতের আসন্ন সিনেমা ‘পাগল প্রেমী’ উড়ে যাচ্ছে পাঞ্জাবে। এতদিন সাউথের ছবি আমরা বাংলায় রিমেক হতে দেখেছি। তবে এবার নাকি বাংলা ছবিকে নকল করবে পাঞ্জাবি সিনেমা।

সূত্রের খবর অনুযায়ী, আদৃত রায়ের বাংলা ছবির রিমেক এই পাঞ্জাবি ছবিতে দেখা যাবে গুরু রণধাওয়া ও শেহনাজ গিলকে। গায়ক গুরু রণধাওয়া এবং বিগ বস খ্যাত শেহনাজ গিলের জুটি জনপ্রিয়তা পায় তাদের একটি মিউজিক ভিদিওর মাধ্যমে।

গুরু রণধাওয়া এবং বিগ বস খ্যাত শেহনাজ গিল

SVF- প্রযোজিত আদৃত রায়ের নতুন ছবি শ্যুট হয়েছে দুবাইতে। এখনো রিলিজের তারিখা চূড়ান্ত হয়নি। এই প্রথমবার SVF- পঞ্জাবেও ছবির ব্যবসায় নামছে। তাই এই প্রযোজনা সংস্থা প্রথম বেছে নিয়েছে তাদের আসন্ন সিনেমা ‘পাগল প্রেমী’-কে। এই ছবির রিমেক হবে এবার পাঞ্জাবে।