‘আমি তোমাকে ডিভোর্স দেব’! একদিকে ভেঙে গেল নীলু’র সংসার! অন্যদিকে জোড়া লাগছে রাই-অনির্বাণের সম্পর্ক, ‘কর্মফল’ বলছেন দর্শক

মিঠিঝোরা

সোম থেকে শুক্র, রাত ১০টার স্লটে সম্প্রচারিত হয় ‘মিঠিঝোরা’। ধীরে ধীরে টিআরপি তালিকাতেও পা জমানোর চেষ্টায় রয়েছে এই ধারাবাহিক । শুরু থেকেই মিঠিঝোরা ধারাবাহিক নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। তিন বোনের জীবনের কাহিনী দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করছে।

ধারাবাহিকের বর্তমান প্লটে দেখানো হচ্ছে একদিকে মিথ্যা নাটক করায় নীলুর বিবাহিত জীবন ভাঙতে বসছে, অন্যদিকে রাইয়ের জীবন পাল্টাচ্ছে অনির্বাণের হাত ধরে। দর্শক ধারাবাহিকের ট্র্যাক দেখে বলছেন ‘কর্মফল’। এতদিন নীলু রাইয়ের উপর অনেক অন্যায় করেছে আর তার ফল পাচ্ছে নীলু।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে শৌর্য নীলুকে আর সহ্য করতে পারছে না। নীলু শৌর্যকে প্রশ্ন করে তুমি এখনো দিদিভাইকে ভালোবাসে । যা শুনে বিরক্ত হয়ে শৌর্য বলে, তুমি কোনোদিনও পাল্টাবে না। তোমার মতো মেয়ের সঙ্গে সংসার করা সম্ভব নয়, তোমাকে আমি ডিভোর্স দেবো। নীলু হাতে পায়ে ধরলেও শৌর্য কিছু শুনতে চায়না।

এদিকে অনির্বাণের হাত ধরে নীলুর জীবনে নেমে আসছে নতুন আলো। এই প্রথমবার এত স্পেশাল ভাবে অনির্বাণের থেকে নীলু জন্মদিনের সারপ্রাইজ পেল। বোঝাই যাচ্ছে আগামীদিনে আরও জমজমাট হতে চলেছে এই মেগা।