শেষ হল ‘মন দিতে চাই’, শুটিংয়ের শেষ দিনে কান্নায় ভেঙে পড়লো গোটা টিম

মন দিতে চাই

শেষ হল ‘মন দিতে চাই’ মেগা ধারাবাহিকের শুটিং। এক বছরের ৪ মাসের মাথায় টিভির পর্দাকে বিদায় জানাচ্ছে এই মেগা ধারাবাহিক। স্বাভাবিক ভাবেই শেষদিনের শুটিংয়ে মন খারাপ গোটা টিমের। চোখে জল সকলের। একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সদস্যরা।

‘’মন দিতে চাই’র সেটে শেষ দিনে পৌঁছে যায় বেশ কিছু জনপ্রিয় ইউটিউবাররা। উঠে এলো কলাকুশলীদের মন খারাপের দৃশ্য। চোখে চল ধারাবাহিকের নায়িকা অরুণিমারর। অন্যদিকে মন খারাপ ‘সোমরাজ’ ঋত্বিকেরও।


খুব শীঘ্রই পর্দা থেকে বিদায় নেবে এই ধারাবাইক। সেই জায়গায় আসছে অন্য এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিক শুরু থেকে মিশ্র ফলাফল পেয়েছে। তবে পর্দায় তিতির আর সোমরাজের জুটি ভীষণ মিস করবেন তাদের ভক্তরা।