‘অনুরাগের ছোঁয়া’র ৭০০ পর্ব পার! কেক কেটে উল্লাসে মাতলো গোটা টিম

অনুরাগের ছোঁয়া

দেখতে দেখতে ৭০০ পর্বে পা দিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মাত্র ৩-৬ মাসে সিরিয়ালের ঝাঁপ বন্ধ হয়ে যায়। সেখানে টানা ২ বছর পর এই ধারাবাহিক সাফল্যের সঙ্গে সম্প্রচার হচ্ছে পর্দায় ।

সূর্য-দীপা’র জুটির ক্রেজ এতটাই যে অর্জুনকে সরিয়ে আবার সূর্যকে ফিরিয়ে আনা হয়েছে দর্শকের অনুরোধ

৭০০ তম পর্বের সেলিব্রেশনের মুডে ছিল গোটা টিম। তবে এই সেলিব্রেশনে সূর্য-দীপা সহ ইউনিটের কিছু সদস্যরা থাকলেও ছিলেন না প্রধান প্রধান সদস্য, জয়-ঊর্মি-সোনা-রুপা তারাও অনুপস্থিত ছিল।

৭০০ নট আউটে সূর্য-দীপা সকলকে ধন্যবাদ জানিয়েছেন এত ভালোবাসার জন্য। এদিকে কেক কেটে একে অপরকে খাইয়ে দেন সূর্য-দীপা। বহুদিন বাদে তাদের পাশাপাশি দেখে খুশি হয়েছেন ভক্তরা।