‘সবসময় হয়তো সামাজিক মাধ্যমে বহিঃপ্রকাশ করা হয় না’, সোনামণি সাহার জন্মদিন প্রসঙ্গে মুখ খুললেন ‘মোহর’ খ্যাত প্রতীক সেন

প্রতীক সেন

আসছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক ‘উড়ান’। অন্যদিকে সোনামণি সাহার নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ আসতে চলেছে খুব শীঘ্রই। তাদের ভক্তদের মধ্যে এখন তাদের নতুন ধারাবাহিক নিয়ে চর্চা চলছে।

‘মোহর’ ধারাবাহিকের এই জুটি যেন আলাদা হয়েও আলাদা হয়নি তাদের ফ্যানেদের মাঝে। আলাদা ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরলেও তাদের ফ্যানেরা কিন্তু তাদের একসঙ্গে জুড়ে নতুন নামকরণ করেছে ‘সুধারাজ’। পর্দার মতোই একে অপরের খুব ভালো বন্ধু তারা। তবে মাঝে অভিনেত্রী সোনামণি সাহার জন্মদিনে প্রতীক সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা না জানানোয় যেন ঝড় বয়ে গিয়েছিল। এমনকি প্রতীক সেনকে ভুল বুঝেছিলেন বেশ কিছু ভক্তরা।

সোনামণি সাহা সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে মুখ খুললেও প্রতীক নীরবে ছিলেন। অবশেষে সেই নিয়ে এবার এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে।

সোনামনির সাহার জন্মদিনে শুভেচ্ছা প্রসঙ্গে কেন চুপ ছিলেন প্রতীক? এই প্রসঙ্গেই অভিনেতা জানান, “এই নিয়ে কেউ যদি প্রতিবাদ করে থাকেন তাহলে তারা ভালোবাসা থেকেই সেটা করেছেন কারণ তাদের মধ্যে পজেজিভনেসটা  কাজ করে। মানুষের সেই ভালোবাসাকে সম্মান দিয়েই বলছি প্লিজ কেউ ভুল বুঝবেন না। সবসময় সেটার বহিঃপ্রকাশ হয়না বা সমাজ মাধ্যমে করা হয় না। হ্যাঁ, আমার তরফ থেকে জানানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ আপনারা আমাদের এত ভালোবাসে, খোঁজ রাখেন। এটা আমাদের কাছে বড় পাওনা। সোনামণির সাথে জুটিটা আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন তেমন আমাদের নতুন জুটিটাকে দেবেন। উড়ান দেখুন এবং জানাবেন আপনাদের কেমন লাগল।”