‘এই প্রথম কোনও মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করছি’, মুখ খুললেন ‘তুঁতে’র নায়িকা দীপান্বিতা রক্ষিত

দীপান্বিতা রক্ষিত

‘তুঁতে’ ধারাবাহিকের পর অবশেষে পর্দায় ফিরলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তবে প্রধান সারির চ্যানেল থেকে সরে সান বাংলা চ্যানেলের হাত ধরলেন অভিনেত্রী। তাকে দেখে প্রথমে অবাকই হয়েছেন দর্শকেরা।

সান বাংলার জনপ্রিয় ‘মঙ্গলময়ী মা শীতলা’ মেগা ধারাবাহিকে দেখা মিলবে তার। এবার তিনি মা শীতলার ভূমিকায় অভিনয় করবেন। এতদিন শীতলা মায়ের ছোট চরিত্রে অভিনয় করছেন খুদে শিল্পী শুভশ্রী চক্রবর্তী। এবার ধারাবাহিক লিপ নিচ্ছে ১২ বছরের। যেখানে শীতলা মায়ের বড় চরিত্রে দেখা মিলবে ছোটপর্দার তুঁতের।

এই প্রথম দেবীর ভূমিকায় অভিনয় করবেন দীপান্বিতা। নিজের অভিজ্ঞতা নিয়ে প্রথমবার মুখ খুললেন। আজকাল ডট ইন সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, “এই প্রথম কোনও মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করছি। শীতলাকে আমি দেবী হিসাবেই জানি। কিন্তু মা শীতলাকে নিয়ে তেমন কোনও পৌরাণিক গল্প আমার জানা নেই। তাই পরিচালকের ওপর অনেকটাই নির্ভর করতে হবে। আসলে এই ধরনের চরিত্র থেকে এতদিন একটু পালিয়েই বেড়াতাম। পৌরাণিক চরিত্রে সাজগোজের একটা বিশেষ ভূমিকা আছে। অত সাজগোজ একদমই ভাল লাগে না। কিন্তু শীতলা করতে রাজি হলাম কারণ, শীতলাকে এখানে মানবীরূপে দেখা যাবে।সাজগোজের বহর নেই! আস্তে আস্তে শীতলার দেবীত্ব ফুটে উঠবে। আশাকরি প্রতিদিন কাজ করতে করতে সেই ভাব ফুটিয়ে তুলতে পারব।‘’