পর্ণার জন্য নাজেহাল কৃষ্ণা আর সুইটি, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ঘিরে খুশি দর্শক

নিম ফুলের মধু

টিআরপি তালিকার ফের উপরের সারিতেই জায়গা পেয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিক। গত দুই-তিন সপ্তাহ ধরে দ্বিতীয় স্থান দখলে রেখেছে পর্ণা-সৃজনরা। এদিকে দত্ত বাড়িতে দুর্ঘটনা। স্মৃতিশক্তি হারিয়েছে পর্ণা।

স্মৃতিশক্তি হারালেও আজও তার মধ্যে সেই জেদ বিদ্যমান। সুইটি এবং পর্ণাকে জব্বর টাইট দিচ্ছে। ধারাবাহিকের আজকের পর্ব দেখে ভীষণ মজা পেয়েছেন দর্শক। কৃষ্ণার জন্য নাজেহাল অবস্থা কৃষ্ণা আর সুইটির।

ধারাবাহিকের আজকের পর্বে  দেখা যাবে, ছাদে বসে সকাল সকাল মুগুর ভাজে সৃজন। সেই সময় পর্ণা কাপড় শুকতে ছাদে আসে। পর্ণা সৃজনের সাথে শরীরচর্চা নিয়ে গল্প করতে থাকতে আসে। ঠিক সেই সময় কোমরে ব্যথা নিয়েই ছাদে কাপড় শুকতে দিতে আসে কৃষ্ণা। কৃষ্ণাকে দেখেই তাকে দিয়ে জোর করে শরীরচর্চা করতে বলে। পর্ণা এটাও জানায় পরেরদিন থেকে বাড়ির সকলকে নিয়ে শরীরচর্চা শুরু করবে। পর্ণার প্ল্যানে বিরক্ত হয়ে যায় কৃষ্ণা।

অন্যদিকে সুইটি স্নান করে সবেমাত্র ঘরে যায়। এদিকে সুইটিকে জব্দ করার জন্য চয়ন আর রুচিরা আগে থেকেই তার ঘরের পাখায় আটা রেখে আসে। সুইটি ফ্যান চালাতেই আটায় তার সারা গায়ে পড়ে। আটা মেখে সাদা ভূত হয়ে যায়। সুইটি ভাবে এটা পুঁটি করেছে। পুঁটিকে সকলের সামনে টানতে টানতে নিজের ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়।

এরপর একটা খিল নিয়ে পুঁটিকে মারতে আসে সুইটি ঠিক তখনি নিজের মেয়েকে রক্ষা করতে ছুটে আসে পর্ণা। পুঁটি পর্ণাকে বলে সে কিছু করেনি। কিন্তু সুইটি মানতে চায়না। পর্ণা রেগে গিয়ে বলে, “আবার দিলে তো আমার তার কেটে। এতক্ষণ ধরে বোঝাচ্ছি বাচ্চার গায়ে হাত তুলতে নেই। এইবার আমি তোকে এই বাড়ি থেকে তাড়াবো।” পর্ণা মুখে এহেন কথা শুনে ভয় পেয়ে যায় সুইটি।