নীলুর পর্দাফাঁস! মহা বিপদে নীলু, চরম সিদ্ধান্ত নিল শৌর্য, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নতুন মোড়

মিঠিঝোরা

জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। বর্তমানে চর্চায় উঠে এসেছে জি-বাংলার এই মেগা। শুরুর প্রথম থেকে তেমন সাফল্য না মিললেও বর্তমানে রাইয়ের নায়কের এন্ট্রি নেওয়ায় এই ধারাবাহিক ঘিরে কৌতূহল জন্মছে দর্শকমহলে।

ধারাবাহিকের বর্তমান প্লটে পর্দাফাঁসের ট্র্যাক চলছে নীলুর। ধারাবাহিকে দেখানো হয় শৌর্যের বৌদি এবং মা জেনে যায় নীলু কোনোদিনও প্রেগনেন্ট ছিলোই না। তারা শৌর্যকে সেকথা জানালে অবাক হয়ে যায় শৌর্য। শৌর্যের চোখে জল চলে আসে। এদিকে কিছুতেই নীলু মানতে রাজী নয়। নীলু আরও মিথ্যা বলতে থাকলে সকলের সামনে শৌর্যের মা নীলুকে কষিয়ে চড় মারে।
নিজের স্ত্রীর এত বড় মিথ্যা সহ্য করতে পারে না শৌর্য। নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। নীলু অনেক বার ডাকে যে সে সব খুলে বলতে চায় তাকে কিন্তু শৌর্য দরজা খোলে না।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, শৌর্যের ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে নীলু এবং তার মা সুচিস্মিতা। সুচিস্মিতা ছেলেকে একবার ঘর থেকে বেরিয়ে আসার জন্য বলে। নীলু এক বার সুযোগ চায় কিন্তু শৌর্য কোনও কথা শুনতে চায় না। এদিকে সুচিস্মিতা এই সব কিছুর জন্য নীলুকে দোষারোপ করতে থাকে। কিছুক্ষণ পর শৌর্য দরজা খুলে নীলু আর তার মাকে ঘরে আসতে বলে। শৌর্য বলে কিছু কথা রয়েছে যেগুল বলা খুব প্রয়োজন। শৌর্যের চোখমুখ দেখে ভয় পেয়ে যায় নীলু।  শৌর্য কি ডিভোর্স দেওয়ার সিধান্ত নিতে চলেছে এবার?