চোখের এক্সপ্রেশন দিয়েই দর্শকদের মুগ্ধ করছে খুদে ‘কাঁকন’, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে খুদে শিল্পী ‘কাঁকন’ আসলে কে? জানলে অবাক হবেন

কাঁকন

দর্শকদের ভালোবাসায় লাগাতার বেঙ্গল টপার হয়ে এককথায় সুপারহিট হয়ে উঠেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তবে এই সপ্তাহে টিআরপি তালিকা একেবারে ওলটপালট করে দিয়ে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে এই ধারাবাহিক।

বরাবরই ধারাবাহিকে নায়ক নায়িকা সহ ভিলেন চরিত্রের অভিনয়ে মুগ্ধ দর্শক। সেইসাথে দর্শকের ভালোবাসা পেয়েছে খুদে শিশু শিল্পী দেবাঙ্গনা ফৌজদার ওরফে কাঁকন। তবে জানেন কি? খুদে অভিনেত্রীর আসল পরিচয়।

কাঁকন

জন্ম কলকাতাতে আর সেখানেই বড় হয়ে ওঠা ছোট্ট দেবাঙ্গনার। ডাকনাম গুনগুন। বাবা অনুপম ফৌজদার একজন সরকারি কর্মচারী এবং মা সুবর্ণা ফৌজদার যিনি হাউস ওয়াইফ। গুনগুন একা নয় রয়েছে তার দুই দাদাও। একজন দীপরাজ ফৌজদার যে একাদশ শ্রেণীতে পড়ে এবং অন্যজন দেবদত্ত ফৌজদার যে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। গুনগুন নিজে কলকাতার সল্টলেক শিক্ষা নিকেতনে পড়াশুনা করে।

ধারাবাহিকে কৌশিকী মুখার্জির মেয়ের চরিত্রে অভিনয় করে কাঁকন ওরফে দেবাঙ্গনা। সেখানে একজন স্পেশাল চাইল্ডের ভূমিকায় অভিনয় করছে সে। যে কিনা কথা বলতে পারে না, শুধুমাত্র ইশারার মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেয় সে। এত ছোট বয়সে কাঁকন চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছোট্ট গুনগুনের কাছে। শিশু শিল্পী হিসাবে জগদ্ধাত্রী তার কেরিয়ারের প্রথম ধাপ।

কাঁকন

এ তো গেল সিরিয়ালের কথা, বাস্তব জীবনে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নাচেও দারুন পারদর্শী দেবাঙ্গনা। পাশাপাশি আবৃতিও করতে পারে সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার মিষ্টি গলায় একটি আবৃতির ভিডিও ভাইরাল হয়েছে। অপূর্ব দত্তের লেখা জনপ্রিয় কবিতা ‘বাংলা টাংলা’ আবৃত্তি করে শুনিয়েছে ছোট্ট গুনগুন।

পড়াশোনা এবং শুটিং এর বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসে গুনগুন। সেই সঙ্গে অবসর সময়ে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে রিল বানাতেও পছন্দ করে সে। এমনকি তার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে দু লক্ষের উপর সাবস্ক্রাইবার রয়েছেন।