শুধু একটা পাইথন নয়, পাঁচ প্রজাতির সাপ বাড়িতে পুষছেন সৃজিত মুখোপাধ্যায়, জানলে অবাক হবেন আপনিও

সৃজিত মুখোপাধ্যায়

টলি জগতের অন্যতম ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও তার চিন্তাভাবনা একটু অন্যরকমের তা অবশ্য তার শখ দেখলেই কিছুটা আন্দাজ করা যায়। এতদিন খবরের শিরোনামে এসেছিল তার পোষ্য ‘উলুপি’ -র কথা। এরপর জানা যাচ্ছে একটা নয়, দুটো নয়, পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার বাড়িতে।

আর সে কারণেই নাকি পরিচালকের বাড়িতে ভিড় জমাচ্ছেন তারকা সুন্দরীরা। অন্যদিকে পরিচালকও বেজায় খুশিতেই নিজের হাতে পোষ্যদের ঘুরিয়েফিরিয়ে দেখাচ্ছেন। মানুষ এডভেঞ্চারাস ভালোবাসে। আর কারোর বাড়িতেই যদি এমন বিরল প্রজাতির প্রাণী থাকে তাহলে সেটাও বা এডভেঞ্চারাসের চেয়ে কিছু কম কি?

তবে কি কি প্রজাতির সাপ ঠাই পেল পরিচালকের বাড়িতে? তার প্রথম পোষ্য উলুপি হলেও একে একে এসেছে হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনী। আর তাদের দেখতেই ঢল নেমেছে নায়িকাদের। এমনকি তার এই অন্যরকম শখের জন্য প্রায়শই শুভেচ্ছাও পেয়ে থাকে পরিচালক।