‘আবার যে দিন ওর সঙ্গে দেখা হবে…’ মেয়েকে নিয়ে কি বললেন স্বস্তিকা?

স্বস্তিকা মুখোপাধ্যায়

টলিপাড়ায় চর্চিত অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম শীর্ষে থাকেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেও দেখা মেলে অভিনেত্রীর নানান কীর্তিকলাপ। মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

এবারেও তেমনই কিছু ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। তবে এবার মেয়ের সাথে নয়, একাই চলন্ত গাড়িতে সেলফি তুলে পোস্ট করলেন স্বস্তিকা। মেয়ে অন্বেষা কর্মসূত্রে বিদেশে থাকেন। তবে উইকএন্ডে চুটিয়ে ছুটি উপভোগ করছেন স্বস্তিকা কন্যা।

মেয়ের কাছে বিদেশে যেতে না পারলেও নিজের দেশে থেকেই সেলফি পোস্ট শেয়ার করলেন স্বস্তিকা। নিজের ছবির পাশাপাশি মেয়ের বিদেশে ঘুরতে যাওয়ার ছবিও রাখলেন অভিনেত্রী।

পোস্ট জুড়ে লম্বা লেখা, স্বস্তিকা লিখেছেন, উইকেন্ড এ অফিস নেই বলে মেয়ে বেড়াতে গেছে।
যে যেখানে থাকে সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রাণের কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাগ্গে এই নিয়ে তর্ক পরে হবে।’

‘মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে আর ফটো পাঠাচ্ছে। আমার বয়স কম হলে আমিও কেন সেই সব ঘুরে দেখতে পাচ্ছিনা বলে গাল ভারী করতাম। এখন যেখানে আছি সেখান থেকেই হাসি মুখে ছবি তুলি। আমিও আমার দেশেই, গাড়ি করে এক জায়গা থেকে আর এক জায়গায় কাজ করে বেড়াচ্ছি।’

‘যেদিন মেয়ের সঙ্গে আবার দেখা হবে সেদিন আমার ছুটি হবে। মা বলত – এমন দিন আসবে দেখবি পা এর তলায় চাকা। সেই কথাই ফলল, টোটো কোম্পানি হয়ে খালি হিল্লি দিল্লী করে বেড়াচ্ছি। আর বুঝলাম গাড়ি তে তোলা নিজস্বী টাই বেস্ট। ওটাই পাঠাই।’