‘সে জানে মা রাগলে…বড়দের যারা সন্মান’, ছেলের প্রসংশায় কি বললেন অঞ্জনা বসু?

অঞ্জনা বসু

কখনও গম্ভীর মা তো কখনও কঠোর অভিভাবক! পর্দায় অভিনেত্রী যেমন তার প্রতিতা চরিত্রে দর্শকমনে ছাপ ফেলেছেন ঠিক তেমনই বাস্তব জীবনেও ছেলেকে কড়া শাসনে বড় করেছেন অভিনেত্রী অঞ্জনা বসু।

বাস্তবে অঞ্জনাও কি পর্দার ইন্দ্রাণী’র মতই কঠোর? অঞ্জনার কথায়, ‘আমি কুসুমের ইন্দ্রানীর মতোই কঠোর। এই চরিত্র যেন আমারই প্রতিচ্ছবি। অঞ্জনা ভুলকে মেনে নেয় কিন্তু অন্যায়কে নয়। বড়দের যারা সন্মান করে না, তাদের আমি অপছন্দ করি।’

‘আমার ছেলে আমায় খুব মেনে চলে আর আমার প্রতিটা সিদ্ধান্তকেই সমর্থন করে। এখন ও কলকাতায় থাকে না, কিন্তু ছোট থেকে কোনদিনও একা একা বন্ধুদের সাথে বা রাতে কোথাও যাওয়ার বায়না করেনি। শুধু শহর ছাড়ার আগে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে চেয়েছিল। আমি বলেছিলাম ছয়টার মধ্যে বাড়ি ঢুকতে হবে।’

মাকে ভালোবাসার পাশাপাশি কখনও মায়ের সিদ্ধান্তের অমতে যাননি তার ছেলে। অভিনেত্রীর কথায়, ‘সে জানে, মা রেগে গেলে কেবল বকবে না, কথা বলাও বন্ধ করে দিতে পারে।’