২. জাজমেন্টাল একদম নয়ঃ
স্বামী বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার সময় একদম জাজমেন্টাল হবেন না। পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বলুন এবং তার বক্তব্য মন দিয়ে শুনুন। সবসময় নিজেই বলে গেলে সম্পর্ক টেকে না। আপনার পার্টনারকেও বলার সুযোগ দিতে হবে। কথা শোনার সময় কোনও বাজে ধারনা মনে ধরে রাখবেন না। মনে রাখবেন কথা বলার সময় মতের মিল হতে না পারে তবে স্পেস দরকার।

