পুজো তো চলেই এলো। নিশ্চয়ই অনেকেই বাড়িতে বসে ওয়াক্সিং করার কথা ভাবছেন।। তবে বাড়িতে ওয়াক্সিং করার সময় আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে বা বলা যায় ভুল হয়ে থাকে। সেগুলি জানেন তো? নাহলে কিন্তু স্কিন পুড়ে যাওয়ার সম্ভবনা থাকতে পারে। তাই আজকের আর্টিকেলে আপনাদের জন্য বাড়িতে ওয়াক্সিং এর সময় কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং তার সাথে শেয়ার করব কীভাবে ঘরে বসেই করে নেওয়া যাবে সমাধান।
ওয়াক্সিং করার সময় নানান সমস্যা ও তার প্রতিকারঃ
১. লোম তোলার সময়ঃ
বাড়িতে ওয়াক্সিং করলে একটা সমস্যা দেখা যায় লোম তোলার সময়। বড় লোম তো সহজেই উঠে যায় তবে ছোট লোম সহজেই উঠতে চায় না।
সমাধানঃ
যখন দেখবেন ছোট লোম উঠছে না, এর উপরে ধীরে ধীরে লিকুইড ওয়্যাক্স দিন। শুকিয়ে গেলে আবার তুলুন এই ছোট লোমগুলি।