১০ ই জুলাই এর মধ্যে মোবাইল থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার কথা জানিয়েছে অ্যামাজন। নিরাপত্তা ঝুকির কথা ভেবে কর্মীদের অনুরধ জানিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। তাদের তথ্য সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন। তবে কর্মীরা নিজেদের ল্যাপটপে টিকটক ভিডিও দেখতে পারবে।
আরো পড়ুন। ৪৯ মিলিয়ন ভিডিও ডিলিট করলো টিকটক
অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মোবাইলে ইমেল অ্যাক্সেসে রয়েছে সেখানে টিকটক অ্যাপ ব্যবহার করা যাবেনা। এবং যদি এই অ্যাপ মোবাইলে থাকে তবে ১০ ই জুলাই এর মধ্যে সেটি মোবাইল থেকে ডিলিট করতে হবে। এমনকি অ্যামাজন আরও জানায়, টিকটক মোবাইল থেকে ডিলিট না করলে অ্যামাজন মেইল অ্যাক্সেস করা যাবে না।
আরো পড়ুন। এবার আমেরিকাতে ব্যান হতে চলেছে টিকটক সহ একাধিক চিনা অ্যাপ
তাদের মতে যেহেতু কর্মীদের মোবাইলে অ্যামাজন মেইল খোলা থাকে, সেখাণে যদি টিকটক অ্যাপ থাকে তাহলে মেইল এর অনেক তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই তথ্য সুরক্ষিত রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।