“খুব টেনশন হচ্ছিল, এখানে সব…”, বললেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য ওরফে জিতু কামাল

জিতু কামাল

সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু ওরফে সকলের প্রিয় আর্যকে দেখতে না পেয়ে তোলপাড় নেটপাড়া। ইতিমধ্যেই ধারাবাহিকে কবে জিতু ফিরবেন তা নিয়ে জল্পনা চলছে। আর তার মাঝেই জিতুর পোস্ট ঘিরে সমালোচনার ঝড়।

কলকাতা ছেড়ে আচমকাই মেঘালয়ে পাড়ি দিলেন জিতু কামাল। ধারাবাহিক ছেড়ে কেন এতদুর পাড়ি দিলেন অভিনেতা? সম্প্রতি জিতু পোস্টে লেখেন, ২০২৫ সালের শুরুর দিকে মেঘালয় তে এসে থাকতে শুরু করি।তারপর আর কলকাতা যাওয়া হয় নি। প্রথমে খুব টেনশন হচ্ছিল। এখানে সব পাওয়া যাবে তো!

টেকনিশিয়ান স্টুডিও পাবো কিনা!
হলুদ ট্যাক্সি পাবো কিনা!
মেট্রো রেল পাবো কিনা!
ওলা-উবার পাওয়া যাবে কিনা!
সাউথ সিটি পাবো কিনা!
দুর্গাপূজার সেই আনন্দ পাবো কিনা!
জম্যাটো ও সুইগি-জিনি এগুলো অ্যাভেলেবেল কিনা!
হইচইতে গৃহপ্রবেশ স্ট্রিমিং হচ্ছে,সেটা দেখতে পাবো কিনা!
কলকাতার মতো লবিবাজি আছে তো!

ওমা এখানে দেখছি সবই পাওয়া যায়। মেঘালয়, এখন কলকাতারই মতন। তবুও তুমি তো আমার প্রথম প্রেম।বলো। মিস ইউ কোলকাতা!

জিতুর এমন পোস্ট দেখে প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়েছেন অনেকেই। অভিনেতার পোস্টে অনেকেই ভেবেছেন সত্যি কি কলকাতা ছাড়লেন জিতু? তবে অবশেষে জিতুর রসিকতা ধরা পরেই গেল। অভিনেতা আসলে কোথাও যাননি। তিনি রয়েছেন তার প্রাণের শহরেই। সকাল থেকে একটানা বৃষ্টির কবলে ছিল শহর। তাই রসিকতা করেই কলকাতাকে মেঘালয়ের তকমা দিয়েছেন জিতু। পাশাপাশি ‘লবিবাজি’র কথা উল্লেখ করে ইন্ডাস্ট্রিতে হওয়া রাজনীতিকেও খোঁচা মারতে ভোলেননি অভিনেতা।