বহিরাগত নয়,ঘরের মানুষদের থেকেই সংক্রমণের হার বেশি

করোনা সংক্রমণ

ঘরের মানুষদের থেকেই করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি । চাঞ্চল্যকর এই দাবিটি করছেন দক্ষিণ কোরীয় গবেষকরা । তাঁরা দেখেছেন, প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দু’জন সংক্রমিত হচ্ছেন বহিরাগত লোকজনের মাধ্যমে । আর প্রতি ১০ জনে ১ জন সংক্রমিত হচ্ছেন নিজের বাড়ির লোকজনের থেকে ।

আরও পড়ুন : N-95 মাস্ক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্যমন্ত্রক

১৬ জুলাই সমীক্ষা-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি)’-র জার্নালে । ।

গব‌েষকদের মতে, তাঁরা এমন ৫ হাজার ৭০৬ জনকে পরীক্ষা করেছেন যাঁরা রক্তপরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছিলেন । তাঁরা পরীক্ষা করেছেন আরও ৫৯ হাজার জনকে যাঁরা ওই সাড়ে ৫ হাজার সংক্রমিত মানুষের সংস্পর্শে এসেছিলেন ।

গবেষকরা এও দেখেছেন, ঘরের বাইরে গিয়ে করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত‌্যু হয়েছে, তাঁদের গড় বয়সের চেয়ে ঘরের লোকজনের থেকে ঘরেই সংক্রমিত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের গড় বয়স বেশি ।

ঘরের লোকেদের সংস্পর্শে সংক্রমিত হওয়ার ব্যাখ্যা দিয়েছেন তারা । ‘কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান বা ‘কেসিডিসি’-র অধিকর্তা ও গবেষকদলের অন্যতম সদস্য জিওং ইয়ুং-কেওন।

আরও পড়ুন : দিল্লি-ওয়াশিংটনের সখ্যতায় কোণঠাসা বেজিং

তিনি জানিয়েছেন, ‘‘বাড়িতে প্রবীণদেরই বেশি অন্যের সাহায্য লাগে, সাহচর্য লাগে । তাই বাড়ির লোকজনের সংস্পর্শে তাঁরাই অন্যদের চেয়ে বেশি আসেন ।’’

গবেষকদের আরও দাবি, প্রবীণদের চেয়ে শিশুরাই বেশি সংখ্যায় উপসর্গহীন হয়ে করোনা আক্রান্ত হচ্ছে ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here