বহিরাগত নয়,ঘরের মানুষদের থেকেই সংক্রমণের হার বেশি

করোনা সংক্রমণ

ঘরের মানুষদের থেকেই করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি । চাঞ্চল্যকর এই দাবিটি করছেন দক্ষিণ কোরীয় গবেষকরা । তাঁরা দেখেছেন, প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দু’জন সংক্রমিত হচ্ছেন বহিরাগত লোকজনের মাধ্যমে । আর প্রতি ১০ জনে ১ জন সংক্রমিত হচ্ছেন নিজের বাড়ির লোকজনের থেকে ।

আরও পড়ুন : N-95 মাস্ক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্যমন্ত্রক

১৬ জুলাই সমীক্ষা-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি)’-র জার্নালে । ।

গব‌েষকদের মতে, তাঁরা এমন ৫ হাজার ৭০৬ জনকে পরীক্ষা করেছেন যাঁরা রক্তপরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছিলেন । তাঁরা পরীক্ষা করেছেন আরও ৫৯ হাজার জনকে যাঁরা ওই সাড়ে ৫ হাজার সংক্রমিত মানুষের সংস্পর্শে এসেছিলেন ।

আরও পড়ুন : ২০২১-এর আগে বাজারে আসবে না করোনার ভ্যাকসিন, হু

গবেষকরা এও দেখেছেন, ঘরের বাইরে গিয়ে করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত‌্যু হয়েছে, তাঁদের গড় বয়সের চেয়ে ঘরের লোকজনের থেকে ঘরেই সংক্রমিত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের গড় বয়স বেশি ।

ঘরের লোকেদের সংস্পর্শে সংক্রমিত হওয়ার ব্যাখ্যা দিয়েছেন তারা । ‘কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান বা ‘কেসিডিসি’-র অধিকর্তা ও গবেষকদলের অন্যতম সদস্য জিওং ইয়ুং-কেওন।

আরও পড়ুন : দিল্লি-ওয়াশিংটনের সখ্যতায় কোণঠাসা বেজিং

তিনি জানিয়েছেন, ‘‘বাড়িতে প্রবীণদেরই বেশি অন্যের সাহায্য লাগে, সাহচর্য লাগে । তাই বাড়ির লোকজনের সংস্পর্শে তাঁরাই অন্যদের চেয়ে বেশি আসেন ।’’

গবেষকদের আরও দাবি, প্রবীণদের চেয়ে শিশুরাই বেশি সংখ্যায় উপসর্গহীন হয়ে করোনা আক্রান্ত হচ্ছে ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here