একা একা বাঁচবো কী করে? হঠাৎ জীবন নিয়ে দুশ্চিন্তায় সুদীপা চট্টোপাধ্যায়

সুদীপা চট্টোপাধ্যায়

রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় মাঝেমধ্যে চর্চায় উঠে আসে নিজের কর্মকান্ডের জন্য। তাকে নিয়ে ট্রোল্ড নেহাত কিছু কম নেই। কখনও শো অফের জন্য তো আবার কখনও বেফাঁস মন্তব্যের জন্য। মাঝে ডেলিভারি বয়দের অপমান করায় নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়েন।

তবে এবার নিজের জীবন নিয়েই দুশ্চিন্তায় অভিনেত্রী কিন্তু কেন? আসলে পুরোটাই মজার ছলে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন যেখানে লেখা, ‘ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি…আমার আশেপাশে প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিল, তাদের তো সবার মোক্ষমলাভ হয়ে যাবে। ভূত হয়ে, একা একা বাঁচবো কি করে? মগডালে পা ঝুলিয়ে আড্ডা হবে না?’

অভিনেত্রীর এই পোস্টে মিমি চক্রবর্তী লেখেন, ‘লাভ ইট’, এদিকে শুভশ্রী গাঙ্গুলি হাসিতে ফেটে পড়েন। যদিও নিন্দুকেরা সমালোচনা করেন এমন মন্তব্য নিয়ে। অনেকের মতে সুদীপা যেতে পারছেন না তাই হিংসেতে এরকম পোস্ট করছেন।