২৩৯ জন বিজ্ঞানীরা এর আগে গবেষণা করে বলেছিলেন “করোনাভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে”। এই বিষয়টি নিয়ে হু কে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানান বিজ্ঞানীরা। সেই তথ্য এবার অস্বীকার করতে পারল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতোও এবার কোভিড-১৯ একটি বায়ুবাহিত সংক্রমণ। তাই মানুষকে আরও সতর্ক করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন । হংকং থেকে বিদায় নিতে চলেছে টিকটক অ্যাপ
কয়েক মাস ধরে WHO মতে, করোনাভাইরাস সংক্রমণ ব্যক্তির হাঁচি বা কাশি থেকে নির্গত বিন্দুকণা বা নির্গত শ্বাসের মাধ্যমে অন্য ব্যক্তির দেহে সংক্রমণ ছড়াতে পারে। তাই মাস্ক পড়া ও হাত ধোঁয়ার একটি মূল প্রতিরোধ ব্যবস্থা হিসাবে চিহ্নিত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরো পড়ুন। করোনার জন্য চিনকে নিশানা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তবে এবার বিজ্ঞানীদের গবেষণা তথ্য স্বীকার করে নিলেন হু। এবার তাদের তথ্য অনুযায়ী করোনাভাইরাস বাতাসের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। ২৩৯ জন বিজ্ঞানীদের মত ছিল সংক্রামিত ব্যক্তির নির্গত শ্বাস-প্রশ্বাস ঘণ্টা খানেক বাতাসের কণা সাথে মিশে থাকতে পারে।
আরো পড়ুন। আইপিএল 2020 কেবল বিদেশে মঞ্চস্থ হবে, জানালেন বিসিসিআই
এই তথ্য অনুযায়ী এবার হয়তো হু এর পক্ষ থেকে নতুন বিধি অনুসরণের করা বলা হবে। বিশেষ করে জনসমাগম এলাকাগুলির ক্ষেত্রে।
[“Source:- www.bbc.com“]