হংকংয়ের বাজার থেকে বিদায় নিতে চলেছে টিকটক অ্যাপ। জিনপিং প্রশাসন হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে সম্পূর্ণ ব্যবস্থাটাই বদলে ফেলেছে।
সুত্রে জানা গেছে, প্রথমেই জিনপিং প্রশাসন টিকটককে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল। কারণ চিন সরকারের বিরুদ্ধে অভিযোগ গ্রাহকদের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছিল । চিনের আইন অনুসারে স্থানীয় কোম্পানিকে দেশের গোয়েন্দা বিভাগকে সহায়তা করতে হবে। ফলে গোপনীয়তা সুরক্ষায় হংকং-এ টিকটক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন টিকটকের একজন মুখপাত্র।
আরো পড়ুন। ৫০টি চিনা সংস্থা এবার ভারতের পর্যবেক্ষণে
টিকটকের একজন মুখপাত্র মার্কেটের প্রতিশ্রুতি সম্পর্কে বলেছেন “সাম্প্রতিক ইভেন্টের আলোকে, আমরা হংকংয়ে টিকটক অ্যাপ্লিকেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি”।
আরো পড়ুন। টিকটকের বিকল্প ভারতীয় অ্যাপ চিংগারি ডাউনলোড ১০ মিলিয়ন পেরিয়েছে
নতুন জাতীয় নিরাপত্তা আইন কায়েম হওয়ার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগলের মতো কোম্পানিরা হংকং প্রশাসনকে গ্রাহকের তথ্য দিতে অস্বীকার করেছে। কিছুটা পরে হলেও সেই পথেই হাঁটল টিকটক।
আরো পড়ুন। টিকটক অ্যাপ সহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ করল ভারত সরকার
চিনের ByteDance কোম্পানি টিকটক চালায়। ByteDance কোম্পানির বর্তমান মাথা ওয়াল্ট ডিজনির প্রাক্তন কো এক্জিকিউটিভ কেভিন মেয়ারস। ফলে প্রায় দেড় লক্ষ গ্রাহক ছিল হংকং-এ।