বাংলায় পাননি সম্মান! হিন্দিতে যেতেই ভাগ্য খুলে গেল ‘সারেগামাপা’র অ্যালবার্ট কাবোর, নতুন যাত্রা শুরু গায়কের

অ্যালবার্ট কাবো

জি-বাংলার সারেগামাপা শোয়ের দৌলতে আজ সুরপ্রেমীরা এক নামেই চেনেন গায়ক অ্যালবার্ট কাবোকে। এত ভালো একজন গায়ককে বাংলা রিয়েলিটি শোয়ে দেওয়া হয়নি উপযুক্ত সম্মান। কিন্তু জাতীয় স্তরের মঞ্চে যেতেই বাজিমাত করলেন কাবো।

বাংলা সারেগামাপা’র মঞ্চে বিজয়ী হয়েছিলেন পদ্মপলাশ কিন্তু দর্শকের বিচারে সেরা ছিলেন কাবো। যা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল একটা সময়। তবে তিনি এখন হিন্দি সারেগামাপ’র মঞ্চের একজন প্রতিযোগী। নিয়মিত মঞ্চে গান গেয়ে সেখানের বিচারকদের মুগ্ধ করে চলেছেন এই গায়ক। প্রায়ই তার গাওয়া গান ভাইরাল হচ্ছে। বলিউডে নজর কাড়ছে কাবোর গান। আর তারমধ্যেই ভাগ্যের চাকা খুলে গেল।

হিন্দি সারেগামাপা’র বিচারক হিমেশ রেশামিয়া বরাবরই কাবোর গানের প্রশংসা জানিয়ে এসেছে। এবার তিনি রেকর্ডিংয়ের সুযোগ করে দিল কাবোকে। বলিউডে হিমেশের সুরে ‘মেরা দিল মেরি জান’ গান রেকর্ড করলেন অ্যালবার্ট কাবো লেপচা। সেই রেকর্ড সামনে আসতেই প্রশংসার ঝড় সর্বত্রে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here