অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, এখন বড়পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়েই প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লিখে নিয়েছেন। তবে অভিনেত্রী ক্যারিয়ার শুরু হয় ছোটপর্দার হাত ধরে।
শিশুশিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন দিতিয়প্রিয়া। ছোটপর্দায় তার অভিনীত সিরিয়াল ‘রানী রাসমণি’ বাংলা ধারাবাহিকের ইতিহাস সৃষ্টি করেছে। সেই সময় দিতিপ্রিয়া অনেকটাই ছোট ছিল। ছোট বয়সে বয়স্কদের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের।
তিনি আজও দর্শকের কাছে রানীমা হিসাবেই পরিচিত। তবে ধারাবাহিক শেষ হওয়ার অনেক আগেই রানীমার পার্ট শেষ করে দেওয়া হয়েছিল। এরপর তাকে আর ছোটপর্দায় পাওয়া যায়নি। তার ভক্তরা আশাই ছেড়ে দিয়েছিলেন। তবে অভিনেত্রী জানিয়েছিলেন, “তিনি আর সিরিয়াল করবেন না এমন নয়, তিনি সব মাধ্যমে কাজ করতে চান। তাই ভালো চরিত্রে পেলে অবশ্যই করবেন।”
এবার সেটাই সত্যি হতে চলেছে। শোনা যাচ্ছে নতুন অবতারে বহুদিন পর আবার নতুন সিরিয়াল নিয়ে পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের জন্য নাকি কাস্ট করা হয়েছে দিতিপ্রিয়াকে। তবে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা হয়নি।