অপূর্ব কণ্ঠ! ডাউকি নদী ভ্রমণের মাঝে গান ধরলেন ছোটপর্দার রাঙা বউ, অভিনেত্রী শ্রুতি দাসের গানের গলায় মুগ্ধ নেটিজেন

অভিনেত্রী শ্রুতি দাস

জি-বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। যিনি টেলি পর্দার জনপ্রিয় মুখ। ‘রাঙা বউ’ ছাড়াও ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি একটি নতুন সিনেমায় দেখা যাবে তাকে।

কর্মজীবন ছাড়াও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন। তবে জানেন কি শ্রুতি পর্দায় যেমন ফাটিয়ে অভিনয় করেন ঠিক তেমনি অসাধারণ গান গায়। অনেকেই হয়তো তার এই প্রতিভার কথা জানা ছিল না। তবে সেটা প্রকাশ পেতেই অভিনেত্রী গান শুনে হাঁ গোটা টেলিপাড়া।

সম্প্রতি অভিনেত্রী ইনস্টায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় ডাউকি নদীতে ভ্রমণ করতে যান। আর সেখানে নদীতে ভাসতে ভাসতে গান ধরলেন শ্রুতি। ১২ ফেল সিনেমার ‘বলো না’ গানটির সঙ্গে বাংলার ‘রুপকথা’ গানটি ম্যাশাপ গানটি করেন। অভিনেত্রী গলায় গান শুনে মুগ্ধ হয়ে যান নেটিজেন।

সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, “আমি গানের সুরে মিল পেলেই মায়ের মাথা খারাপ করে দিই শুনিয়ে শুনিয়ে আর রেকর্ড করে রাখি যাতে ভুলে না যাই। এবারে মিস করে গেছি ভিডিও করতে তাই,
ডাউকি গিয়েই বর কে বলেছিলাম,আজ গাইবো,রেকর্ড করে দিও।”