একদিকে জেলে গেল পলাশ, অন্যদিকে মধুবালাকে জব্বর টাইট দিল শিমুল, গল্পে নয়া চমক

কার কাছে কই মনের কথা

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। বর্তমানে ধারাবাহিকের গল্পে জমে উঠেছে।

ধারাবাহিকে সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে পরাগ কোর্টে গিয়ে পলাশ এবং প্রতীক্ষার বিরুদ্ধে প্রমাণ ফাঁস করে। পাশাপাশি শিমুল জানতে পেরে যায় পরাগের স্মৃতি হারায়নি।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, ৭ বছরের কারাদণ্ড হবে পলাশের যদিও প্রতীক্ষা বেঁচে যায়। পলাশকে ধরে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে প্রতীক্ষা। শিমুল শান্ত করতে গেলে উল্টে শিমুলকে বাজে কথা শোনায়।

বাড়িতে এসে প্রতীক্ষা আবার মধুবালাকে পরাগ এবং শিমুলের বিরুদ্ধে কথা শোনায়। মধুবালাও পলাশ জেলে যাওয়ার জন্য শিমুল এবং পরাগকে দোষ দেয়। তবে এবার চুপ থাকে না শিমুল। প্রতিবাদ করে সে। শিমুল প্রতীক্ষা এবং মধুবালাকে টাইট দিয়ে জানায়, “এবার থেকে এই বাড়িতে আমার কথা মতো সব চলবে। প্রতীক্ষা যদি ভালোভাবে না থাকে তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করে দেবো।” শিমুলের রুপ থেকে ভয় পেয়ে যায় মধুবালা।