একসময় বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য। জি-বাংলার ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ সিরিয়ালের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর বলা ডায়লগ ‘আইও রামা, সুনামিতে ভেসে গেছে মোর মামা’, বেশ জনপ্রিয় ছিল।
‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘হারানো সুর’ এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন শর্মিষ্ঠা আচার্য। বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। বাংলা সিরিয়ালে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘হারানো সুর’ ধারাবাহিকে।
বাংলা সিরিয়ালের পর মুম্বাইতে পাড়ি দেন তিনি। বেশ কিছু হিন্দি প্রোজেক্টে কাজ করেছেন শর্মিষ্ঠা। তবে বহু বছর পর আবার সিরিয়ালের নায়িকা হয়ে ফিরছেন তিনি। বাংলা সিরিয়াল নয়, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা হতে চলেছেন শর্মিষ্ঠা।
সোনি টিভিতে ‘আহাট’ এর পর আসতে চলেছে ভূতের গল্প। সিরিয়ালের নাম ‘আমি ডাকিনী’। প্রথমে শোনা গিয়েছিল এই সিরিয়ালে থাকবেন বাঙালি অভিনেত্রী তৃণা সাহা। তবে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে জট কাটল। তৃণা নন, এই হিন্দি ভূতের কাহিনীর নায়িকা হলেন আরেক বাঙালি অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য।
View this post on Instagram