একের পর এক ধারাবাহিক বন্ধের খবরে হতাশ হচ্ছেন দর্শকেরা। পর্দায় নতুন ধারাবাহিকের আগমনের কারণে আচমকাই বন্ধ হচ্ছে জনপ্রিয় কিছু মেগা ধারাবাহিক। আচমকাই মেগা বন্ধের খবরে হতাশ হচ্ছেন দর্শকেরা।
স্টার জলসায় আসছে তৃণা সাহার নতুন আরও একটি ধারাবাহিক। যদিও এখনো সময় ঘোষণা হয়নি। তবে এই ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হবে কোনও এক মেগাকে।
শোনা যাচ্ছে, স্টার জলসার এই নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে প্রতীক সেনের অভিনীত ধারাবাহিক ‘উড়ান’। কারণ ধারাবাহিকে টিআরপি কম। এই ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে নতুন মেগার আগমনে। বন্ধ হয়ে যেতে পারে অথবা সময় পরিবর্তন হতে পারে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কিছু ঘোষণা করেনি। এবার দেখার বিষয় সত্যি কি বন্ধ হয়ে যাবে উড়ান?
সুত্রঃ কারেন্ট বস ইউটিউব চ্যানেল