ছোটপর্দার চেনা মুখ অভিনেতা রাহুল মজুমদার। ‘হর গৌরী পাইস হোটেল’ এর পর আবারও টলিপাড়ায় তার ফেরা নিয়ে গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। কিন্তু এবার আর ছোটপর্দায় নয়, সরাসরি বড়পর্দায় অভিষেক হল রাহুলের। সমাজমাধ্যমে নিজেই জানালেন সেই সুখবর।
জয়ন্ত উপাধ্যায় পরিচালনায় গ্রামের ছাপোষা গল্পের উপর তৈরি হবে ‘রেশন কার্ড’। সরল জীবনযাত্রার মাঝেও যে টানাপোড়েন থাকে তা ফুটে উঠবে এই ছবিতে। গ্রামের এক সাধারণ ছেলের ভূমিকায় দেখা যাবে রাহুলকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়।
তবে ছবিতে কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন রাহুল? জানা যাচ্ছে, ছবিতে একাধিক গান থাকলেও থাকবে একটা বিশেষ আইটেম গান আর সেই গানে পর্দা কাঁপাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির শুটিং হচ্ছে ঝাড়গ্রামে। চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ‘রেশন কার্ড’।
ছোটপর্দায় একেরপর এক হিট মেগায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল। এবার বড়পর্দায় দর্শকের কতটা মন জয় করতে পারে রাহুল সেটাই দেখার পালা।