‘কখনও যদি হারিয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব’, ৫০ বছরে পা দিলেন মীর! আজও কোন জিনিসকে হারানোর ভয় পান মীর?

মীর আফসার আলি

আজ ১৩ই ফেব্রুয়ারি মীর আফসার আলির জন্মদিন। আজকের দিনে ৫০ বছরে পা দিলেন মীর। একটা সময় রেডিও জকি, অভিনেতা, কমেডি শোয়ের সঞ্চালক সহ একাধিক দায়িত্ব সামলেছেন। সকাল সকাল রেডিও চ্যানেলে তার গলা শোনার অপেক্ষায় থাকতেন তার অনেক ভক্তরা।

রেডিও ছেড়েছেন প্রায় তিন বছর। আজও বড্ড মিস করেন রেডিওকে। ২৮ বছরের রেডিও জকির চাকরি কেনই বা ছাড়লেন? সম্প্রতি এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মীর জানান, ‘একটা সময় মনে হতো আমি আর রেডিও একে অন্যের পরিপূরক। নিজেকে ভাবতেই পারতাম না রেডিও ছাড়া। নিজের মতো কাজ করছি। ভালো আছি বেশ। এটা কীভাবে হল জানি না।’

৫০ বছরে এসেও একটা জিনিসে আজও বেজায় ভয় মিরের, কিন্তু সেটা কিসে? মীরের কথায়, ‘আমার অন্যতম সম্পদ আমার গলার স্বর। যদি সেই স্বর কখনও হারিয়ে যায়, তখন? আমি শেষ হয়ে যাব। সেটা নিয়েই আমি ভয় পাই অবচেতনেও।’

মীর আরও বলেন, ‘এই নেতিবাচকতা, কূটকচালির মধ্যে কাউকে হাসাতে পারলে সেটার তৃপ্তি, আনন্দ অনেক বেশি। এর থেকে প্রাপ্তি আর কিছুই হতে পারে না। এত মানুষকে আনন্দ দিতে পেরেছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি সবটাই আমার পেশার জন্য।’