অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, আশাকরি তার নতুন করে পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ আট থেকে আশি, সকলেই কম বেশি তাকে চেনে। বড়পর্দায় পা রাখলেও সকলের কাছে তিনি আজও সকলের প্রিয় মিঠাই রানী।
গতকাল ছিল দোল। আর এই উৎসবে মেতে উঠেছিল ছোটপর্দা-থেকে বড়পর্দার সব তারকারা। কেউ পার্টি, কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গেই চুটিয়ে দোল খেলেছেন। তবে ব্যতিক্রম শুধু সৌমি। আসলে পারিবারিক মানুষ তিনি। তাই যেকোনো উৎসবে তার কাছে আগে পরিবারের মানুষ প্রাধান্য পায়, পরে বাকিরা।
পার্টি করা একেবারেই পছন্দ নয় মিঠাই রানী, বরং বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ তার। দোলের দিন কীভাবে কাটালেন তিনি? আনন্দবাজার অনলাইনের কাছেই ফাঁস করলেন দেবের নায়িকা।
সৌমিতৃষা জানান, “তার কাছে দোল মানেই বৃন্দাবন। তিনি কৃষ্ণভক্ত। তাই সেই জায়গাটা ভীষণ টানে। গত বছর সেখানেই কাটিয়েছেন। খুব শীঘ্রই দীক্ষা নেবেন অভিনেত্রী। তবে হোলির দিন বাইরে বেরানো একেবারেই নিষেধ। আর এই প্রথা চলে আসছে মিঠাই রানীর শৈশব থেকেই।”
অভিনেত্রী বলেন, “আমার বাড়িতে আসলে তিথি মেনে রাধামাধবের পূজো হয়। কিন্তু দোলের দিন আমাকে ছোটবেলা থেকেই বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না। কারণ জানা নেই। ‘‘আসলে যত বড়ই হয়ে যাই না কেন, পারিবারিক কিছু মূল্যবোধ রয়েছে, যা মেনে চলি। আর এখনও তো তাঁদের বাড়িতেই থাকি, তাই ওঁদের কথা শুনি চলি।”