‘পড়াশোনায় ভালো, নাচ ভালো কিন্তু বাড়ির কাজে একেবারেই অষ্টরম্ভা’, ‘দিদি নং ১’ মঞ্চে মেয়ের সিক্রেট ফাঁস করল ‘মিলি’ খেয়ালীর মা

দিদি নং ১

রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই শোয়ের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, নিত্য নতুন গল্পে প্রতিদিনের আসর জমে এই শোয়ের। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা দর্শকমহল।

সম্প্রতি দিদি নম্বর ১ এর মঞ্চে উপস্থিত ছিলেন টেলিভিশনের বেশকিছু তারকারা। যার মধ্যে উপস্থিত ছিলেন ‘মিলি’ ধারাবাহিকের মিলি ওরফে অভিনেত্রী খেয়ালী মণ্ডল। হাসি মজা আড্ডার ছলে জমে উঠেছিল এদিনের এপিসোড।

এদিন দিদির মঞ্চে অভিনেত্রীরা তুলে ধরেছেন নিজেদের জীবনের নানা কথা সেইসাথে অনেক অজানা সিক্রেটও। পর্দার ‘মিলি’ খেয়ালী মণ্ডল বলেন, “নাচ দিয়ে শুরু। ১০ বছর বয়সে প্রথম ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এর ফ্লোরে এসেছিলাম। সেখানে ব্যাকআপ ড্যান্সার হিসেবে আমার কাজ শুরু হয়। এরপর ২০২০ তে আমি ডান্স নিয়ে ভূপাল থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। তারপর কলেজে ভর্তি হয়ে আমার স্বপ্ন ছিল কলকাতায় আসব, অভিনয় করব। আর কলেজে ভর্তি হবার ১ সপ্তাহের মধ্যেই অভিনয়ে আসা।”

অভিনেত্রীর কেরিয়ার শুরু স্টার জলসার ‘আলতা ফড়িং’ দিয়ে। সদ্য শেষ হয়েছে মিলি। আপতত দিন কয়েকের বিরতিতেই রয়েছেন খেয়ালী।

এদিন দিদির সাথে আরও একটি সিক্রেট শেয়ার করেন খেয়ালী, অভিনেত্রীর কথায়, স্বীকৃতি দি’র (স্বীকৃতি মজুমদার) মতো আমিও ভীষণ ল্যাদখোর। ঘুমাতে ভালোবাসি। এমনকি আমার রেকর্ড আছে, টানা ১৮ ঘণ্টা ঘুমিয়েছি আমি। ঘুম থেকে উঠে ব্রাশ করে আবারও ঘুমিয়ে পড়েছি।

অভিনেত্রীর এমন কথায় তার মা জানিয়েছেন, “ছোটবেলায় সাধারণত বাচ্চাদের পা নিচে থাকে। আর ওর ঠিক উল্টো, মাথা নিচে পা ওপরে ছিল। তাই জিমন্যাস্টিকে দিয়েছিলাম। পড়াশোনায় ভালো, নাচ ভালো কিন্তু বাড়ির কাজে একেবারেই অষ্টরম্ভা, জল খাওয়ার জন্যও দশবার বলতে হয়। শুধু তাই নয়, বাড়িতে থাকলে নয় ফোন নাহয় ঘুম। আড্ডার দেওয়ার পাশাপাশি অভিনেত্রীর উপর যথেষ্ট অভিযোগ জানালেন অভিনেত্রীর মা।